নিয়োগ দুর্নীতি মামলায় মুখোমুখি জেরা অভিষেক-কুন্তলকে! ইঙ্গিত দিল CBI

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। তাঁর চিঠির জেরে এই দুর্নীতিতে নাম জড়িয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কয়কেদিন আগেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এরই মধ্যে শোনা যাচ্ছে এবার অভিষেক ও কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের তরফেই এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে খবর।

আরও পড়ুন: মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী, অফিস টাইমে ব্যাহত পরিষেবা

সূত্রে খবর, কুন্তলের চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে। অন্যদিকে অভিষেক দাবি করেছেন তিনি কুন্তল ঘোষকে চেনেন না। এরই সত্যতা যাচাই করতে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা করছে সিবিআই আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বুধবার প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। গতকাল তৃণমূলের বহিষ্কৃত নেতাকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআইয়ের দুজন অফিসার জেলের ভিতরে গিয়েছিলেন। কুন্তল ঘোষের বয়ানের উপর ভিত্তি করে আদালতে ফের তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলায় মুখোমুখি জেরা অভিষেক-কুন্তলকে! তদন্তে তৎপর সিবিআই

আরও জানা গিয়েছে, আদালতের নির্দেশে কুন্তল ঘোষকে হেফাজতে নেওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যেহেতু কলকাতা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত কোনও নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ দেয়নি তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একইভাবে প্রশ্ন করা হতে পারে।

নিয়োগ দুর্নীতি মামলায় মুখোমুখি জেরা অভিষেক-কুন্তলকে! তদন্তে তৎপর সিবিআই
নিয়োগ দুর্নীতি মামলায় মুখোমুখি জেরা অভিষেক-কুন্তলকে! তদন্তে তৎপর সিবিআই

কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন, তাঁকে চাপ দিয়ে ইডি এবং সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নিতে চাইছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গত শনিবার নিজাম প্যালেসে তৃণমূল সাংসদকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের স্বার্থে আগামী দিনেও তাঁকে তলব করা হতে পারে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

নিয়োগ দুর্নীতি মামলায় মুখোমুখি জেরা অভিষেক-কুন্তলকে! তদন্তে তৎপর সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় মুখোমুখি জেরা অভিষেক-কুন্তলকে! তদন্তে তৎপর সিবিআই
নিয়োগ দুর্নীতি মামলায় মুখোমুখি জেরা অভিষেক-কুন্তলকে! তদন্তে তৎপর সিবিআই