মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী, অফিস টাইমে ব্যাহত পরিষেবা

মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী, অফিস টাইমে ব্যাহত পরিষেবা
Suicide by jumping on metro line

নজরবন্দি ব্যুরো: আচমকা অফিস টাইমে ব্যাহত হল মেট্রো পরিষেবা! জানা যাচ্ছে, জামাই ষষ্ঠীর দিনের কালীঘাট মেট্রো স্টেশনে ঝাঁপ দেন একজন। যার জেরেই থেমে গিয়েছে মেট্রো লাইনে ট্রেন চলাচল। আচমকা পরিষেবা ব্যাহত হওয়ার অফিস টাইমে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্য যাত্রীদের। জানা যাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছে।

আরও পড়ুন: বালুরঘাটের মেয়ে মুখ উজ্জ্বল করেছে জেলার, উচ্চমাধ্যমিকে চতুর্থ সৃজিতাকে সংবর্ধনা দিলেন সুকান্ত

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক ভাবে মেট্রো চললেও বেশ কিছুক্ষণ পর মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। একের পর এক মেট্রো দাড়িয়ে পরে স্টেশন গুলিতে! জানা যায়, কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন একজন। যদিও এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।

মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী, ব্যাহত মেট্রো পরিষেবা
মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী, ব্যাহত মেট্রো পরিষেবা

তবে এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছে। কিন্তু ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক করতে সময় লাগবে বলেই জানাচ্ছে মেট্রো কর্তপক্ষ।

মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী, ব্যাহত মেট্রো পরিষেবা

কিন্তু আচমকা এই ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার কারণে নানান অসুবিধায় পড়তে হয়েছে নিত্য যাত্রীদের। বিশেষ করে যাদের কর্মস্থান কালীঘাট কিংবা রবীন্দ্র সরোবরের দিকে, তাদের অফিস পৌঁছাতে সমস্যা দেখা দিয়েছে। আর কতক্ষণ এই মেট্রো পরিষেবা ব্যাহত থাকবে, তার উত্তর নেই মেট্রো কর্তপক্ষের কাছে। কর্তৃপক্ষের দাবি, তৎপরতার সঙ্গে কাজ চালানো হচ্ছে। খুব শীঘ্রই মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।

মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী, ব্যাহত মেট্রো পরিষেবা

মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী, ব্যাহত মেট্রো পরিষেবা