নজরবন্দি ব্যুরো: এশিয়া কাপ জয়ের পরেই বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং হার্দিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি এক দিনের ম্যাচে নেই তাঁরা। টিম ম্য়ানেজমেন্টের এই সিদ্ধান্ত এবার একাধিক প্রশ্নের সামনে পড়েছে। কেন বিশ্রাম দেওয়া হল তাঁদের? কারণ জানালেন কোচ রাহুল দ্রাবিড়। দ্রাবিড় বলেছেন,
আরও পড়ুন: এবার কন্যা সন্তানের বাবা হতে চান মেসি, নিজেই জানালেন সেই কথা
‘খেলোয়াড়দের সঙ্গে কথা বলেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল চায় বিশ্বকাপের আগে এই দুই খেলোয়াড়ই শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ফিট হয়ে উঠুক।’ দ্রাবিড় আরও বলেন, ‘রোহিত ও বিরাটের সঙ্গে আলোচনা করেই এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র খেলোয়াড়দের নিজস্ব সময়সূচী আছে এবং তারা খুব ভালো করেই জানে কিভাবে প্রথম ম্যাচে নামার আগে নিজেদের প্রস্তুত করতে হয়।

তারা কীভাবে প্রস্তুতি নিতে চায়, আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি, সেসব আলোচনার পরই আমরা পারস্পরিক সম্মতিতে এসব সিদ্ধান্ত নিয়েছি। ম্যাচের আগে তাদের সতেজ থাকতে হবে। রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে পুরোপুরি ফ্রেশ হয়ে ফিরবেন। আগামী কয়েক মাস খুব কঠিন হতে চলেছে।’
উল্লেখ্য, এর আগে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে শেষ দুই ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষে থাকলেও, ৫০ ওভারের ফরম্যাটে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সূর্য কুমার যাদব।
অজিদের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে কেন নেই বিরাত-রোহিত? জবাব দিলেন দ্রাবিড়
তবুও তাঁকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে। তবুও মারকুটে ব্যাটারকে অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। এর কারণও জানালেন দ্রাবিড়। তিনি শেষে বলেন, “সূর্যের উপর আমাদের পুরো আস্থা আছে। আমাদের বিশ্বাস সূর্য বিশ্বকাপ ও আগামী দিনে ৫০ ওভারের ফরম্যাটে ভালো পারফর্ম করবে। আর তাই ওকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ এবং বিশ্বকাপের দলে রাখা হয়েছে।”