এবার কন্যা সন্তানের বাবা হতে চান মেসি, নিজেই জানালেন সেই কথা
Messi wants to be the father of a daughter

নজরবন্দি ব্যুরো: লিওনেল মেসি ফুটবল ক্যারিয়ারে সবকিছুই অর্জন করেছেন। ব্যক্তিজীবনেও দারুণ সফল। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও তিন ছেলেকে নিয়ে সুখের সংসার তার। তবে সেই সুখের মাঝেই একটা অভাব বুঝি মেসির মর্মে অনুভব করেন আর্জেন্টাইন সুপারস্টার।

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য ঘোষণা হল ১৫ সদস্যের পাকিস্তান দল

একটা মেয়ে যে নেই তার। ইএসপিএনের মিগু গ্রানাদোসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি তাই বললেন, আরও একটি সন্তান চান তিনি ও তার স্ত্রী। আর এ ক্ষেত্রে তাদের চাওয়া কন্যা সন্তান। মেসি বলেছেন, “আরও একজন সন্তান আসুক আমাদের সংসারে। দেখা যাক কন্যা সন্তান আসে কিনা”।

Messi: এবার কন্যা সন্তানের বাবা হতে চান মেসি, নিজেই জানালেন সেই কথা

ইউরোপ ছেড়ে ইন্টার মায়ামিতে মেসির আসার পিছনে রয়েছে অন্য কারণ। পরিবারকে আরও বেশি সময় দিতে পারবেন তিনি। জীবনে সবই তাঁর পাওয়া হয়ে গিয়েছে। ব্যক্তিগত মাইলস্টোন আর তাঁকে প্রভাবিত করে না। চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গেও আর লড়াই উপভোগ করেন না মেসি।

Messi: এবার কন্যা সন্তানের বাবা হতে চান মেসি, নিজেই জানালেন সেই কথা

আর্জেন্টাইন মহাতারকা তাঁর সফল জীবন উপভোগ করছেন এখন। ফ্রান্স থেকে আমেরিকায় আসার পরে অভ্যাসে পরিবর্তন ঘটিয়েছেন ৩৬ বছর বয়সি মহাতারকা। নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন,

এবার কন্যা সন্তানের বাবা হতে চান মেসি, নিজেই জানালেন সেই কথা

Messi: এবার কন্যা সন্তানের বাবা হতে চান মেসি, নিজেই জানালেন সেই কথা

”বেলা একটার সময়ে ট্রেনিং শেষ করি। বাড়ি ফিরে আমি আর আন্তোনেলা লাঞ্চ সারি। একটু ঘুমিয়ে নিই, তার পরে টিভি বা মুভি দেখি।” উল্লেখ্য, মেসি এবং আন্তোনেল্লার ঘরে তিন ছেলে সন্তান- ১০ বছরের থিয়াগো, ৭ বছরের মাতেয়ো ও ৫ বছরের চিরো।