আজ একাধিক মাইলফলকের সামনে বিরাট কোহলি
Virat Kohli is facing several milestones today

নজরবন্দি ব্যুরোঃ আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের সিরিজ। মুম্বইয়ে আজ হবে প্রথম ম্যাচ। এক দিনের সিরিজ়ে বিরাট কোহলির সামনে দু’টি মাইলফলক ছোঁয়ার সুযোগ। সাদা বলের ক্রিকেটে সেই ছন্দ ধরে রাখার চেষ্টা করবেন বিরাট।

আরও পড়ুনঃ আজ শুরু ওয়ানডে সিরিজ,অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হাড্ডাহাড্ডি লড়াই

Virat Kohli: আজ একাধিক মাইলফলকের সামনে বিরাট কোহলি

১)এক দিনের ক্রিকেটে আর ১৯১ রান করতে পারলেই বিরাটের ১৩ হাজার রান হয়ে যাবে। বিরাটের আগে যারা রয়েছেন তাঁরা হলেন- সচিন (১৮৪২৬), কুমার সঙ্গকারা (১৪২৩৪), রিকি পন্টিং (১৩৭০৪) এবং সনথ জয়সূর্যের (১৩৪৩০) পর তিনিই বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রান করবেন।

Virat Kohli: আজ একাধিক মাইলফলকের সামনে বিরাট কোহলি

২) সচিন এক দিনের ক্রিকেটে ৪৯টি শতরান করেছিলেন। তিনটি শতরান করলে সচিনকে ছুঁয়ে ফেলবেন বিরাট। কিন্তু সেটা এই সিরিজে করা অনেকটাই অসম্ভব।

আজ একাধিক মাইলফলকের সামনে বিরাট কোহলি

Virat Kohli: আজ একাধিক মাইলফলকের সামনে বিরাট কোহলি

৩) ঘরের মাঠে এক দিনের ক্রিকেটে বেশি রান করার তালিকায় বিরাট রয়েছেন তিন নম্বরে। সচিন করেছিলেন ৬৯৭৬ রান। পন্টিং করেছিলেন ৫৪০৬ রান। তৃতীয় স্থানে থাকা বিরাট করেছেন ৫৩৫৮ রান। অর্থাৎ এই সিরিজ়ে ৪৯ রান করলেই পন্টিংকে টপকে যাবেন বিরাট।