viral video: ফের আগমন এক নতুন উরফির! কাগজ পরে ভাইরাল উরফি ফ্যান

ফের আগমন এক নতুন উরফির! কাগজ পরে ভাইরাল উরফি ফ্যান
viral video of urfi javed fan

নজরবন্দি ব্যুরোঃ উরফি জাভেদকে চেনে না এমন মানুষ প্রায় নেই এই পৃথিবীতে। তার অদ্ভুদ পোশাকের জন্য সে যথেষ্ট জনপ্রিয়। সবসময়ই খবরের শিরোনামে উঠে থাকেন তিনি। তাঁকে তার পোশাক নিয়ে বহুবার ট্রোলড হতে হয়। তবে এত ট্রোলড হওয়ার পরেও তার অনুরাগীর সংখ্যা আকাশ ছোঁয়া। তার ফ্যান দের সংখ্যা নেহাত কম নয়। তার এমনই এক ফ্যান ঘটিয়ে বসল এক কাণ্ড।

আরও পড়ুনঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক নারীর সঙ্গে সহবাস অক্ষয়ের! রাতের পর রাত ঘুম আসত না রবিনার

বিহারের ভাগলপুরে ঘটল এমনই এক ঘটনা। রাস্তাতে কাগজের তৈরি পোশাক পরে চমকে দেন সকলকে ওই উরফি ফ্যান। তবে ইনি কোন মেয়ে নয়। একজন যুবক তিনি। ওনার নাম ব্রিজেশ। স্তানিয়দের দাবি তিনি এরকম আজব আজব জামা পরে বেশ কিছুদিন ধরেই এদিক ওদিক ঘুরে বেরাচ্ছেন।

viral video: ফের আগমন এক নতুন উরফির! কাগজ পরে ভাইরাল উরফি ফ্যান

তিনিও উরভির মত জামা কাপড় ডিজাইন করতে ভালবাসেন। তাই তিনি নিজের সেই প্রতিভা দেখানোর জন্যই কাগজের তৈরি ওই পোশাকটি বানান। সেই ভিডিও তুলে বেশ কয়েকজন সামাজিক মাধ্যমে শেয়ার করে দেন। এরপর ভিডিওটি প্রকাশ্যে আসতেই চরম ভাইরাল হয়ে যায়।

ফের আগমন এক নতুন উরফির! ভিডিওটি প্রকাশ্যে আসতেই চরম ভাইরাল হয়ে যায়asfd

viral video: ফের আগমন এক নতুন উরফির! কাগজ পরে ভাইরাল উরফি ফ্যান

অনেকের সেই পোশাক দেখে এক কথায় উরফির কথা মনে পরে যায়। তথ্য সূত্রে ওই ব্রিজেশ কুমার নামক যুবকটির বাড়ি ভাগলপুরের ঘন্টাঘর এলাকায়। ছোটবেলা থেকেই তার মডেলিং এর ওপর বিশাল ন্যাক। তিনি জানান উরফি জাভেদ কে তিনি খুব পছন্দ করেন কারণ তার পোশাক তার এক কথায় অসাধারন লাগে। তবে ওই যুবকের পোশাকের বেশিরভাগ লোকেরাই সমালোচনা করেছেন।