Akshay-Rabina: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক নারীর সঙ্গে সহবাস অক্ষয়ের! রাতের পর রাত ঘুম আসত না রবিনার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক নারীর সঙ্গে সহবাস অক্ষয়ের! রাতের পর রাত ঘুম আসত না রবিনার
raveena tandon opens up about her past relationship

নজরবন্দি ব্যুরোঃ রবিনা টন্ডন ও অক্ষয় কুমারের সম্পর্ক কাররই অজানা নয়। তাঁদের সম্পর্ক বহু পুরনো। এবং বহু দিন ধরেই তাঁদের এই সম্পর্ক ছিল একটা সময়। তাঁদের বিচ্ছেদের কথা নিয়ে সামাজিক মাধ্যমে অনেক জলঘোলাও হয়েছে।

আরও পড়ুনঃ ৩০ বছর ধরে সহ্য করেছেন অকথ্য অত্যাচার, কেন এতদিন মুখ খোলেননি অভিনেত্রী রতি!

বহু বার এই সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তার এই অতীতের স্মৃতিকে ভয়ঙ্কর বলেও উল্লেখ করেছেন। তিনি জানান অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ছিল একাধিক নারীর। সবসময় তার জীবনে নতুন নতুন মেয়ের আশা যাওয়া চলত। বহু মেয়ের সঙ্গে সহবাসও করেছেন তিনি।

Akshay-Rabina: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক নারীর সঙ্গে সহবাস অক্ষয়ের! রাতের পর রাত ঘুম আসত না রবিনার

এই সমস্ত ঘটনা রবিনা জানতেন প্রথম থেকেই কিন্তু তিনি ভেবেছিলেন হয়তো তার ভালবাসা অক্ষয়কে পাল্টে ফেলতে পারবে। কিন্তু তা হয়নি বহু চেষ্টা করেও পাল্টাতে পারেন নি তিনি। সম্পর্ক টিকিয়ে রাখতে বার্থ হন তিনি।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক নারীর সঙ্গে সহবাস অক্ষয়ের! অতীতের এই স্মৃতিকে ভয়ঙ্কর বলেও উল্লেখ করেছেন রবিনা 

Akshay-Rabina: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক নারীর সঙ্গে সহবাস অক্ষয়ের! রাতের পর রাত ঘুম আসত না রবিনার

তাঁরা দুজনে ঠিক করেছিলেন যে ১৯৯৫ সালে তাঁরা বিয়ে করবেন। কিন্তু সেই সময় তাঁদের বিয়ে হয়নি। এর কিছু বছর পরেই তাঁদের সম্পর্কে ভাঙন ঘটে। সেই সময় রবিনা টন্ডন বিয়ে ভাঙা নিয়ে মুখ ও খুলেছিলেন। তিনি সেই সময় বলেছিলেন ‘আমার বিয়ে যখন ভাঙে তখন আমার কাছে কোনও কাজ ছিল না। আমি বুঝতে পারছিলাম না, এই অবস্থায় ঠিক কোথায় যাওয়া উচিত আমার’