Udayan Guha: সমস্ত বাড়িতে তৃণমূলের পতাকা লাগানোর ফরমান মন্ত্রীর, রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য
Udayan Guha controversial speech

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া ফরমান জারি করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বুথের প্রতিটি বাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে দিতে হবে। ১৫ দিনের মধ্যে চিহ্নিত করতে হবে এটা তৃণমূলের বাড়ি। এ বাড়িতে আর অন্য কারও স্থান নেই। আমরা দেখতে চাই ১৫ দিনের মধ্যে এই অঞ্চলের প্রত্যেকটা বাড়িকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। সমস্ত বাড়িতে তৃণমূলের পতাকা লাগানোর ফরমান মন্ত্রীর। তাঁর কথায়, মালিক যেন স্বেচ্ছায় এসে বলেন আমাদের বাড়িতে পতাকা লাগান।

আরও পড়ুনঃ Recruitment Scam: শিক্ষাক্ষেত্রের পাশাপাশি পুরসভাতেও দুর্নীতির নথি ইডির হাতে, শান্তনু ঘনিষ্ঠ অয়নের বাড়ছে বিপদ 

এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনইতিকশিবির। প্রতিদিন শাসক দলের নেতাদের তরফে এরধরনের হুমকির বার্তা আসছে। সেখানে মন্ত্রী উদয়ন গুহর ফরমান নতুন কিছু নয়। তাঁর বার্তা, সমস্ত বাড়িতে তৃণমূলের পতাকা লাগাতে হবে। একইসঙ্গে তিনি আরও বলেন, বুথে যদি বিজেপি, বিজেপি, কংগ্রেস কিংবা সিপিএমের একটিও লোক পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এখানে গদ্দার আছে। একইসঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, সমস্ত আসনেই জয়লাভ করতে হবে। সকলকে মিলেমিশে কাজ করার বার্তা দেন বর্ষীয়ান নেতা।

Udayan Guha: সমস্ত বাড়িতে তৃণমূলের পতাকা লাগানোর ফরমান মন্ত্রীর, রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য
সমস্ত বাড়িতে তৃণমূলের পতাকা লাগানোর ফরমান মন্ত্রীর, রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য 

এরপরেই উদয়নের বার্তা, শুধু ভোটে জয় নিয়ে আমি সন্তুষ্ট নই। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য এত কিছু করার পরও যদি বুথে একজনও বিজেপি বেরোয়, একজনও সিপিএম পাওয়া যায়, একজনও কংগ্রেসের লোক পাওয়া যায়, তাহলে বুঝে নিতে হবে গদ্দার আমাদের নিজেদের ভিতরে আছে। সমস্ত কর্মীরা যাতে একজোট হয়ে কাজ করে সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

সমস্ত বাড়িতে তৃণমূলের পতাকা লাগানোর ফরমান মন্ত্রীর, রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য 

Udayan Guha: সমস্ত বাড়িতে তৃণমূলের পতাকা লাগানোর ফরমান মন্ত্রীর, রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য
সমস্ত বাড়িতে তৃণমূলের পতাকা লাগানোর ফরমান মন্ত্রীর, রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য 

এমনিতেই কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে সংবাদমাধ্যমে বিস্তর চর্চা হচ্ছে প্রতিনিয়ত। দলের নেতাদের মধ্যে অসামঞ্জস্য বিরোধীদের কাজ আরও সহজ করে দিয়েছে। সেখানে দলের বর্ষীয়ান নেতাদের মুখ থেকে এধরনের মন্তব্য দলকে বিড়ম্বনায় ফেলতে পারে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।