নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিকান্ডে তদন্তে নেমে শনিবার বলাগড়ের একাধিক প্রান্তে তল্লাশি অভিযান চালায় ইডি। এর মধ্যে শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এক প্রমোটার অয়ন শীলের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক তথ্য হাতে পেল তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির ৩৫০ টি ওএমআর শিট মিলেছে অয়নের বাড়ি থেকে। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি পুরসভাতেও দুর্নীতির নথি ইডির হাতে এসেছে। এমনটাই সূত্রে খবর।
আরও পড়ুনঃ শুভেন্দু ও নওশাদ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে, ডিএ আন্দোলন মঞ্চের ঘটনায় মন্তব্য শওকতের
ইডি সূত্রে খবর, অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে মিলেছে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত নথি। অয়নের অফিসে থাকা কয়েকটি কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে মিলেছে একাধিক পুরসভার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এমনকি চাকরি প্রার্থী ও চাকরি প্রাপকদের নামও রয়েছে তাঁর কাছে। সূত্রের খবর, অয়নকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চায় তদন্তকারী সংস্থা। এর ফলে তাঁর ওপর চাপ আগামী দিনে আরও বাড়তে চলেছে।

ইডি সূত্রে খবর, বিভিন্ন বছরের মোট ৩৫০ জন চাকরিপ্রার্থীর ওএমআর শিটের প্রতিলিপি মিলেছে অয়ন শীলের অফিস থেকে। অফিসের আলমারি, এমনকি জামাকাপড় রাখার জায়গা থেকেও একাধিক ডিজিটাল নথি মিলেছে বলে ইডি সূত্রে খবর। একজন বেসরকারি কর্মী হয়েও কীভাবে তাঁর কাছে নিয়োগ সংক্রান্ত এত নথি? এবিষয়ে গ্রেফতার হওয়া শান্তনুকেও জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। এমনটাই খবর সূত্রে।
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি পুরসভাতেও দুর্নীতির নথি ইডির হাতে, জিজ্ঞাসাবাদের গতি বাড়াচ্ছে ইডি

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত একাধিক তথ্য ছাড়াও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, যার সঙ্গে সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, জগুদাস পাড়ায় অয়নের তৈরি করা একটি আবাসনে ফ্ল্যাট রয়েছে শান্তনুর। প্রোমোটার অয়নকে জেরার পাশাপাশি তাঁর মা, বাবাকেও জেরা করে ইডি। বাড়িতেও তল্লাশি চালানো হয়। অয়নের পরিবার সূত্রে খবর, একাধিক ফাইল উদ্ধার করেছে ইডি। উদ্ধারের পর সেই নথিগুলি অয়নের বাবাকে দিয়ে সই করানো হয়েছে।