নজরবন্দি ব্যুরোঃ আজ বিশ্বকাপ ফাইনাল। এই উন্মাদনার পারদ ঊর্ধ্বমুখী গোটা কলকাতা শহরে। উত্তেজনায় কার্যত ফুটছে কলকাতাবাসী। খেলা দেখার জন্য প্রস্তুতি প্রায় তুঙ্গে। একজন একেকজনের মত পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। বিশ্বকাপের জন্য শপিংমল গুলোও সেজে উঠেছে নতুন সাজে। কলকাতার একটি নামে শপিং মল এবার সেজে উঠল স্টেডিয়ামের আদলে। তা দেখে চক্ষু চরম গাছ হতে বাধ্য।
আরও পড়ুনঃ বিশ্বকাপ ফাইনালের আগে স্টেডিয়ামের সাজে সেজে উঠেছে শপিং মল
তবে শপিংমল টি বিশেষ ভাবনায় স্টেডিয়ামের আকারে সেজে উঠেছে। অনেকের পক্ষেই সম্ভব হয় না মাঠে গিয়ে খেলা দেখার। কিন্তু শখ তো প্রত্যেকেরই থাকে স্টেডিয়ামে বসে বিশ্বকাপ দেখার। সকলের সাথে স্টেডিয়ামে বসে খেলা দেখার আনন্দ পেতে পারে, সেই কারণেই শপিং মলের ম্যানেজার এই পরিকল্পনা এঁটেছেন। কসবার একটি শপিংমলেই এই সুবিধা মিলবে আজকে।
শপিংমলে বড় স্কিনে খেলা দেখার ব্যবস্থা করছেন তারা। গোটা মলটিকে স্টেডিয়ামের ছোঁওয়া দিতে সাজানো হয়েছে ছোট ছোট পতাকা দিয়ে। যারা খেলা দেখতে যাবে সকলের হাতেই দেওয়া হবে ছোট ছোট পতাকা। এমনকি সেখানে ঢাকের ব্যবস্থাও থাকবে। এমনকি যারা খেলা দেখবে তাদের মুখে রঙ দিয়ে একে দেওয়ার ও ব্যবস্থা রয়েছে।
বিশ্বকাপ ফাইনালের আগে স্টেডিয়ামের সাজে সেজে উঠেছে শপিং মল, রয়েছে আরও চমক
তবে শুধুমাত্র এই শপিং মলই নয়। সেজে উঠেছে পার্ক স্ট্রিট, ই এম বাইপাস এর রাস্তা গুলিও। বেশ কিছু রাস্তাতে বড় স্কিনের ব্যবস্থাও থাকবে। এবছর বিশ্বকাপ নিয়ে আশায় বুক বাঁধছে ভারতবাসী। শুধু তাই নয় জেতার জন্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যজ্ঞও। এখন শুধু সময়ের অপেক্ষা।