নজরবন্দি ব্যুরোঃ শনিবার বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। প্রথম বারের মতো এই ট্রফি জিতেছে তারা। রবিবার দুপুর ১২ টায় দমদম বিমানবন্দরে নামলেই তাদের বরণ করে নিলেন হাজার হাজার সমর্থক। আইএসএল জয়ী মোহনবাগান শহরে ফিরল, উচ্ছ্বাসে ফেটে পড়লেন সমর্থকরা।
আরও পড়ুনঃ Babar Azam: বাবর আজম ফিক্সিংয়ে জড়িত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
আইএসএল জয়ী মোহনবাগান যে রবিবার শহরে ফিরবে সেটা আগে থেকেই জানা ছিল। তাই আজ বিমানবন্দরে বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন প্রিয় দলকে সম্বর্ধনা দেওয়ার জন্য। সমর্থকদের হাতে ছিল সবুজ-মেরুন পতাকা। গালে আবির মেখে উৎসব শুরু হয়ে গিয়েছিল প্রিয় দল বিমান কলকাতা ছোঁয়ার অনেক আগেই। বিমান কলকাতার মাটি ছোঁয়ার পরেই সমর্থকদের উচ্ছ্বাস বেড়ে যায়। আনন্দে নাচতে, গাইতে শুরু করেন সমর্থকরা।

আজ দুপুরে মোহনবাগানকে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে গোয়েঙ্কা নিবাসে। বাস সেই দিকে যাত্রা শুরু করে। সমর্থকদের ভিড়ে বাস এগোতেই পারছিল না। সমর্থকরা বাসের সামনে দাঁড়িয়ে ফুটবলারদের ছবি তুলতে থাকেন। এরফলে ভিআইপি রোড স্তব্ধ হয়ে যায়।হিমশিম খেতে হয় পুলিশকে।
আইএসএল জয়ী মোহনবাগান শহরে ফিরল, স্বাগত জানালেন সমর্থকরা

আজ সমর্থকদের উচ্ছ্বাসটা আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার ক্লাবের নাম পরিবর্তন করার জন্য। তিনি ঘোষণা করে দিয়েছেন দলের নামের আগে আর এটিকে থাকবে না। নতুন নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস।