নজরবন্দি ব্যুরোঃ এবারের পিএসএল এর একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এর জেরে সমালোচনার ঝড় উঠেছে গোটা ক্রিকেট বিশ্বে। ভিডিওটি সামনে আসার পর পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। বাবর আজম ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ তোলপাড় ক্রিকেট বিশ্ব।
আরও পড়ুনঃ IND vs AUS: বিশাখাপত্তনমে ফিরছেন রোহিত! জিতলেই সিরিজ ভারতের পকেটে
বলা হয়েছে, পাকিস্তান সুপার লিগে বাবর আজমের উইকেট ঠিক করেছিলেন শাদাব খান। এবারের পিএসএল টুর্নামেন্টের প্রথম এলিমিনেটর ম্যাচে এ ঘটনাটি ঘটে। ম্যাচটি ছিল ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির মধ্যে। ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক ছিলেন শাদাব খান, আর বাবর আজমের নেতৃত্বে এই ম্যাচ খেলেছে পেশোয়ার জালমি।

এবার সেই ভাইরাল ভিডিও নিয়ে বলা যাক। দ্বাদশ ওভার শুরুর ঠিক আগে শাদাব খান স্টাম্পে এসে বেল বাজান। এ সময় তিনি আম্পায়ারকে বলেন, ‘এই ওভারে আউট হবেন বাবর।’ তার বক্তৃতাও রেকর্ড করা হয়েছে স্টাম্প মাইকে।
বাবর আজম ফিক্সিংয়ে জড়িত, বইছে সমালোচনার ঝড়

ওভারের শেষ বলে বাবর আজমের উইকেট নেন শাদাব খান। বাবরকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই আউটের বিরুদ্ধে আম্পায়ার এর কাছে রিভিউও নেননি বাবর আজম।