নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক শিক্ষায় এবার অঙ্ক এবং ইংরেজির ক্লাস নেবেন। বাঁকুড়া পুলিশের এই অভিনব উদ্যোগ নিয়ে সারা রাজ্য জুড়ে তোলপাড় হয়েছে। অঙ্কুর নামে বাঁকুড়া পুলিশের সেই প্রকল্পের স্থগিতাদেশ জারি রাখা হয়েছে। বৃহস্পতিবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, এটা স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত। এবিষয়ে শিক্ষা দফতরের কোনও অনুমোদন ছিল না। অর্থাৎ, সিভিক ভলেন্টিয়ারদের শিক্ষা প্রদানে স্থগিতাদেশ দেওয়া হল।
আরও পড়ুনঃ Jakir Hossain: তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে তলব, ইডির নজরে আরও এক তৃণমূল নেতা
প্রাথমিকে পড়ুয়াদের অঙ্ক এবং ইংরেজির বিশেষ পাঠ দেওয়ার জন্য সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছিল। জানা যায়, একটি বেসরকারি সংস্থার সাহায্যে বাঁকুড়া জেলা পুলিশের তরফে ‘অঙ্কুর’ নামের এই প্রকল্পের কথা জানানো হয়েছে। স্কুলে ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা। নিয়োগ দুর্নীতিতে জেরবার শাসক শিবিরকে ফের প্রশ্নের মুখে ঠেলে দেওয়া হয়। তাই এই প্রকল্প স্থগিত রাখা হয়।

জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, স্কুলের নিয়মিত ক্লাস শেষের পর নির্ধারিত স্কুল গুলিতেই বিশেষ ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা। পড়ুয়াদের অঙ্ক এবং ইংরাজিতে দক্ষতা বাড়াতে বিশেষ ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য জেলার প্রায় ১৫০ জন সিভিক ভলান্টিয়ারকে বেছে নেওয়া হয়েছে। ওই সিভিক ভলান্টিয়াররা কী ভাবে পড়ুয়াদের ক্লাস নেবেন, তার জন্য তাঁদের প্রশিক্ষণ দেবে একটি সংস্থা।
সিভিক ভলেন্টিয়ারদের শিক্ষা প্রদানে স্থগিতাদেশ, জটিলতা দেখা দিতেই সিদ্ধান্ত

এই মুহুর্তে নিয়োগ দুর্নীতি নিয়ে সারা রাজ্যজুড়ে তোলপাড় পরিস্থিতি। প্রতিদিন অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ দিচ্ছে আদালত। তার ওপর যোগ্য হয়েও বঞ্চিত, এই অভিযোগে লাগাতার ধর্না জারি রেখেছেন হবু শিক্ষকরা। তাঁদেরকে বঞ্চনা করা হচ্ছে। একইসঙ্গে প্রশ্নের মুখে ঠেলে দেওয়া হচ্ছে ভবিষ্যত প্রজন্মকেও। এমনটাই অভিযোগ উঠতেই সরে আসল সরকার।