নজরবন্দি ব্যুরোঃ পরেশ রাওয়াল কিছুদিন আগেই নিশ্চিত করেছিলেন ফির হেরা ফেরির সিক্যুয়াল “হেরা ফেরি 3” এর শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আভিনেতা অক্ষয় কুমারের কিছু সমস্যার কারণে তিনি এই মুভি টি করতে চাইছিলেন না তবে এবার অবশেষে তাঁর সম্মতিতে অভিনয় শুরু হতে চলেছে। সঞ্জয় দত্ত কেও দেখা যাবে।
আরও পড়ুনঃ নোবেল শান্তি পুরস্কার পাবেন প্রধানমন্ত্রী মোদী? জল্পনা তুঙ্গে
হেরা ফেরি তে তার ভূমিকা নিশ্চিত করেছেন স্বয়ং অভিনেতা সঞ্জয় দত্ত। তিনি হেরা ফেরির এই কাস্টে নতুন সংযোজে। সঞ্জয় সম্প্রতি হেরা ফেরি 3-এ যোগদানের খবর তাঁর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন এবং জানিয়েছেন যে তিনি এই মুভিতে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন। এই মুভিতে অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালসহ বিভিন্ন অভিনেতারা রয়েছে
হেরা ফেরি 3 ফরহাদ সামজি পরিচালিত একটি কমেডি মুভি। এই মুভিতে থাকবেন কার্তিক আরিয়ানও। থাকবেন পরেশ রাওয়াল ও তিনি ছবিতে তার আইকনিক চরিত্র বাবু ভাইয়াকে পুনরুদ্ধার করবেন এটি তিনি আগেই সমাজ মাধ্যমে জানিয়েছেন,
হেরাফেরি-৩’ তে এবার দেখা যাবে সঞ্জয় দত্ত কে, তিনি এই মুভিতে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন
এই মুভিটি লস অ্যাঞ্জেলেস, আবুধাবি এবং দুবাইতে শ্যুট করা হবে বলে জানা গেছে। হেরা ফেরি 3 এর ঘটনা সামনে আসতেই চরম উত্তেজিত এবং আনন্দে প্রফুল্লিত তারা। সবাই নানান ভালো ভালো মন্তব্য করেছেন। একজন অনুগামী লিখেছেন “ওজি ত্রয়ী আবার ফিরে এসেছেন,” “এই ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি আইকনিক রাজু, শ্যাম, বাবু রাও ফিরে এসেছে।”শক্তিশালী ত্রয়ী আবার ফিরে এসেছে।”