নজরবন্দি ব্যুরোঃ হস্তমৈথুন বা মাস্টারবেশন কি? ব্যাপারটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। আর এটা বেশি দেখা যায় উঠতি বয়সের ছেলে-মেয়েদের মধ্যে। তবে সর্বত্র হস্তমৈথুনের অভ্যাস অনেকসময়ে মনে আতঙ্কের সৃষ্টি করে। কারণ এটা নিয়ে নানান রকমের কু-সংস্কার ও ভুল ধারণা রয়েছে অনেকের মধ্যে। এতে শরীরের কোথায় কী প্রভাব পড়ছে, তা নিয়ে চিন্তায় পড়ে য়ান অনেকে। কিন্ত ঠিক কী করলে কী প্রভাব পড়তে পারে শরীরে। সেগুলি একবার দেখে নিন। তা হলে নিশ্চিন্ত হতে পারবেন অনেকটাই।
আরও পড়ুনঃ আমার আবেগের সাথে ছিনিমিনি খেলেছে মুকেশ! আদালতে বিস্ফোরক জ্যাকলিন
অনেকেই মনে করেন হস্তমৈথুন এর কোনো অপকারিতা বা ক্ষতি কিংবা কুফল নেই। আবার কেউ কেউ মনে করেন হস্তমৈথুনে অনেক উপকারিতা আছে। তবে মূল বিষয়টি হচ্ছে, এটি তখনই স্বাস্থ্যের জন্য ভালো যখন তা করা হবে নিয়ন্ত্রিত মাত্রায়। তাহলে দৈনিক কতবার হস্তমৈথুন করা যেতে পারে? চিকিৎসকেরা হস্তমৈথুন করার নিয়ম বা এর বিধান নিয়ে কি বলছেন? এতে কি পুরুষত্ব নিয়ে বা স্ত্রীর সাথে যৌন জীবনে কোন সমস্যা হয়? তাহলে চলুন জেনেনিন হস্তমৈথন এর উপকারিতা কি এবং অপকারিতা সম্পর্কে..।

হস্তমৈথুনের ফলে অন্ধত্ব আসতে পারে:
না, একেবারেই নয়। হস্তমৈথুন মোটেই অন্ধত্ব আনতে পারে না। এই সম্পর্কে বিস্তারিত গবেষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ফলে এই নিয়েই আশঙ্কার কোনও কারণ নেই। অন্ধত্ব ও হস্তমৈথুনের মধ্যে কোনও কারণ নেই।
আপনি যদি হস্তমৈথুনের আসক্ত হয়ে পড়েন:
তবে আপনি হস্তমৈথুনের ফলে তাতে আসক্ত হয়ে পড়তে পারেন। অনেকেই বলেন, ৩ থেকে ৪ বার সপ্তাহে যদি কেউ হস্তমৈথুন করেন, তা হলে তিনি হস্তমৈথুনে আসক্ত হয়ে পড়তে পারেন। সেই সমস্যা থেকে বার হতে আপনি কোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

আপনার ইরেকটাইল ডিফাংশন হতে পারে?
না, হস্তমৈথুনের ফলে আপনার ইরেক্টাইল ডিফাংশন হতে পারে না। অনেকগুলি কারণ আছে ইরেক্টাইল ডিফাংশনের, তবে হস্তমৈথুন, সেগুলির মধ্যে একটি নয়। আপনার শরীরে নানারকম অনুভূতি হতে পারে, একজন নিজের শরীরে স্পর্শে যেমন অনুভূতি হবে, অন্য মানুষ শরীরে প্রবেশ করলে অনুভূতি অন্য হবে।
নিয়মিত হস্তমৈথুন করেন? জেনেনিন শরীরে কি কি মারণ রোগের সৃষ্টি করছেন
হস্তমৈথুনের ফলে আপনার একাকীত্ব বাড়তে পারে:
আপনার নিয়মিত হস্তমৈথুনের অভ্যাস আপনাকে ক্রমে একা করে দিতে পারে। মানে মানসিক ভাবে অনেক সময় প্রভাব বিস্তার করে হস্তমৈথুনের প্রভাব। সেই কারণে একাকীত্বের ঘোর থেকে বাঁচতে হস্তমৈথুনের নেশায় না পড়াই ভাল।