আমার আবেগের সাথে ছিনিমিনি খেলেছে মুকেশ! আদালতে বিস্ফোরক জ্যাকলিন
Jacqueline is explosive in court

নজরবন্দি ব্যুরোঃ বিপুল আর্থিক তছরুপের দায়ে অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। যে-সে পরিমাণ অর্থ নয়, প্রায় ২০০ কোটি টাকা জালিয়াতির মামলা। ফলে এখন ইডি-র তদন্তের ফাঁসে একেবারে জড়িয়ে পড়েছেন শ্রীলঙ্কার সুন্দরী।

আরও পড়ুনঃ স্ত্রীর সঙ্গে ব্যাক্তিগত ছবি ফাঁস, রাগে ফুঁসছে অরিজিতের অনুরাগীরা

যার ফলে তাঁর উপরে জারি হয়েছে নানা নিষেধাজ্ঞাও। এই মামলায় সাক্ষী হয়েছেন এই অভিনেত্রী।আর এবার বুধবার আদালতে জ্যাকলিন দাবি করলেন তার আবেগের সাথে ছিনিমিনি খেলেছে মুকেশ। তার জীবনকে নরক বানিয়ে দিয়েছে। আদালতে বিস্ফোরক দাবি করে জ্যাকলিন জানিয়েছেন তাঁর এক সহযোগী আমার কাছে আসেন তিনি দাবি করেছিলেন মুকেশ একজন সরকারি কর্মকর্তা।

 আমার আবেগের সাথে ছিনিমিনি খেলেছে মুকেশ! আদালতে বিস্ফোরক জ্যাকলিন
আমার আবেগের সাথে ছিনিমিনি খেলেছে মুকেশ! আদালতে বিস্ফোরক জ্যাকলিন

এছাড়াও মুকেশ জ্যাকুলিনকে নাকি জানিয়েছিলেন জয়ললিতা তার পিসি হয়। আর সে নিজেও সান টিভির মালিক। তিনি জ্যাকলিন কে আরও বলেছিলেন মুকেশ নাকি জ্যাকলিনের ফ্যান তাই জ্যাকলিনের দক্ষিণী ছবি করা উচিত। মুকেশ আরও দাবি করেছিলেন যে তার হাতে অনেক নতুন প্রজেক্ট রয়েছে তাই দক্ষিণী ছবি কাজ করতে হলে একসঙ্গেই করা উচিত।

 আমার আবেগের সাথে ছিনিমিনি খেলেছে মুকেশ! আদালতে বিস্ফোরক জ্যাকলিন
Jacqueline Fernandez

জ্যাকলিন আরো বলেন মুকেশ আমাকে বিভ্রান্ত করেছে আমার ক্যারিয়ার আমার জীবন ও জীবিকা কে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। কিন্তু প্রথমে মুকেশ এর আসল রূপ বুঝতে পারিনি জ্যাকলিন। যখন সুকেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে গিয়ে ধরা পড়ে তখনই তিনি তার আসল রূপ জানতে পারেন।

আমার আবেগের সাথে ছিনিমিনি খেলেছে মুকেশ! আদালতে বিস্ফোরক জ্যাকলিন

Jacqueline Fernandez

অভিনেত্রী জানান কার সঙ্গে প্রতারণা করেছে কারণ সে মুকেশ এর আসল পরিচয় তার কাছে প্রকাশ করেনি। ফলে সুকেশ চন্দ্র সরকারের বিরুদ্ধে ২০০ কোটি টাকার আই নিলেন আর্থিক লেনদেনের মামলা রয়েছে সেখানে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছেন এই বলিউড অভিনেত্রী।