ফিরহাদ-সুদীপ-নয়নার সাথে একই ফলকে ‘টিকা জালিয়াত’ দেবাঞ্জন, দায়ের হল FIR!

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ জাল ভ্যাকসিন তৈরি থেকে তা মোটা টাকায় বিক্রি। সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর সন্দেহের পরেই পুলিশের জালে ধরা পরে ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন। তবে ধরা পরার পর তাঁর জালিয়াতির তালিকা তৈরি করতে গিয়ে চোখ কপালে উঠেছে তদন্তকারী অফিসারেরা। আর এবার উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। ফিরহাদ-সুদীপ-নয়নার সাথে একই ফলকে নাম রয়েছে এই জালিয়াতের!

আরও পড়ুনঃ সঙ্কটের মুখে উচ্চ-প্রাথমিকে নিয়োগ, ইন্টারভিউ লিস্টকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে।

জাল টিকাকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের নাম রয়েছে তালতলার একটি ফলকে! তালতলার এক রবীন্দ্রমূর্তির ফলকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, অতীন ঘোষ, ফিরহাদ হাকিমের সঙ্গে দেবাঞ্জনের নাম রয়েছে ওই ফলকে। পরিচয় দেওয়া হয়েছে, রাজ্য সরকারের যুগ্ম সচিব হিসেবে! বৃহস্পতিবার ওই নাম মুছে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে।

ফিরহাদ-সুদীপ-নয়নার সাথে একই ফলকে ‘টিকা জালিয়াত’ দেবাঞ্জন! এই ঘটনার কথা জানতে পেরে নয়না বন্দ্যোপাধ্যায় তালতলা থানায় FIR দায়ের করেছেন। নয়নার কথায়, ‘ত্রিপুরা শংকর শাস্ত্রী লাইব্রেরির বাইরে যে ফলক রয়েছে, তাতে আমার নামের সঙ্গে ভুয়ো টিকাকাণ্ডে জড়িত ব্যক্তির নাম দেখে আমি অবাক হয়ে গিয়েছি। কারা ওই অনুষ্ঠানের আয়োজন ছিলেন, ওই লাইব্রেরির প্রেসিডেন্ট কে এগুলি জানা অত্যন্ত জরুরি। আমি আদৌ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না। কারা অনুমতি না নিয়ে আমার নাম ব্যবহার করল তা খতিয়ে দেখা হোক।’

উল্লেখ্য, একটি বেসরকারি সংস্থাকে টিকা বেচে লক্ষাধিক টাকা আদায় করেছিল দেবাঞ্জন। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে পুরসভার হাতে। সূত্রের খবর, ওই সংস্থাটি ১৭১ টি করোনার টিকা বিক্রি করেছিল দেবাঞ্জন। যার বদলে ১.১১ লক্ষ টাকা আদায় করা হয়েছিল। পুরসভা সূত্রে খবর, সম্প্রতি সরলা ডেভলপমেন্ট মাইক্রোফিনান্স প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থাকে ১৭১ টি করোনা টিকা সরবরাহ করেছিল দেবাঞ্জন। যার বিনিময়ে সে আদায় করেছিল ১ লক্ষ ১১ হাজার ১৫০ টাকা। মঙ্গলবার ভুয়ো টিকাকরণের বিষয়টি ফাঁস হওয়ার পর এবং দেবাঞ্জনকে পুলিশ গ্রেফতার করার পরই এই রিপোর্ট আসে পুরসভার কাছে। পুরসভার স্বাস্থ্য বিষয়ক পুরো প্রশাসক মণ্ডলীর সদস্য এ দিন সেই রিপোর্ট দেখান।

একই সঙ্গে জানান, এনইএফটি করে এই টাকা পাঠানো হয়েছে দেবাঞ্জনকে। এছাড়াও জানা গেছে দিন ১৫ আগে নাকি কসবার ভুয়ো অফিসে নিজের কর্মীদের বেশ কয়েকজনকে ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিন দিয়েছিলেন দেবাঞ্জন। যদিও কোথা থেকে দেবাঞ্জন ওই ভ্যাকসিন পেলেন তা এখনও পরিষ্কার নয়। সেই টিকাগুলি আসল ছিল না নকল, তা নিয়েও সন্দেহ রয়েছে। কারণ, কলকাতায় এখনও পর্যন্ত খুব বেশি সংখ্যক স্পুটনিক এসে পৌঁছয়নি। একমাত্র দু-একটি জায়গায় রাশিয়ার এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। অন্তত ১০ জনকে টিকা দেওয়া হয়েছিল বলে খবর। তদন্তকারী অফিসারেরা খুঁজে দেখছেন এর পেছনে আরও বড় মাথা জড়িয়ে রয়েছে কিনা।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রথম দফায় নজির গড়ল বাংলা, দেশের মধ্যে সর্বোচ্চ ভোটদান এরাজ্যে, বিকেল ৫ টা পর্যন্ত কোথায় কত?

প্রথম দফায় নজির গড়ল বাংলা, দেশের মধ্যে সর্বোচ্চ ভোটদান এরাজ্যে, বিকেল ৫ টা পর্যন্ত...

নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, শুক্রবার প্রথম দফার ভোটে বিকেল ৫ টা পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে কোচবিহারে, ৭৭.৭৩ শতাংশ। আলিপুরদুয়ারে ভোটদানের হার ৭৫.৩৩ শতাংশ, জলপাইগুড়িতে ভোট পড়েছে ৭৯.৩৩ শতাংশ।
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমার কোনও সমস্যা নেই, সাফ জানালেন রোহিত

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমার কোনও সমস্যা নেই, সাফ জানালেন রোহিত

আমি সব সময় খেলতে আগ্রহী। দুই দেশের মধ্যে ক্রিকেট যুদ্ধ তখন দেখার মতো হবে। আমরা ওদের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে খেলেছি। নিছক ক্রিকেটীয় ভিত্তিতে বলছি, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আমার কোনও সমস‌্যা নেই।”
দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির 'সাজানো' ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!

দিনহাটায় উদয়নকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, বিজেপির ‘সাজানো’ ঘটনা পাল্টা মন্ত্রীমশাই!

নিজের গড়েই বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁর ইন্ধনেই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ গ্রামের মহিলাদের। তাঁরা উদয়নের গাড়ি আটকে দিলেন।
সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?

সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?

উত্তরবঙ্গের (North Bengal) উপরের কয়েকটি জেলায় যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িটে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের নীচের তিন জেলায় মালদহ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট, শেষমেশ নাগাল্যান্ডে ভোটের হার কত?

আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট, শেষমেশ নাগাল্যান্ডে ভোটের হার কত?

আজ ১৯ এপ্রিল। শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন। একদিকে যখন বাংলায় ভোটদানের হার সাংঘাতিক রকম ভালো সেখানে নাগাল্যান্ডের ৬ জেলায় প্রায় শূন্য শতাংশ ভোট পড়ল।

Lifestyle and More...