DYFI: শান্তনুকে অপসারণে দাবিতে ডিওয়াইএফআইয়ের মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্র চুঁচুড়া  
DYFI march in Chunsurah

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছে হুগলী জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কুন্তল ঘোষ। কুন্তলকে গ্রেফতারির পরেই সরব হয়েছে সমস্ত বিরোধী দলগুলি। সোমবার ডিওয়াইএফআইয়ের তরফে চঁচুড়ায় জেলা পরিষদ অভিযানের ডাক দেওয়া হয়। শান্তনুকে অপসারণে দাবিতে ডিওয়াইএফআইয়ের মিছিল, যা ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বাম ছাত্র-যুব কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে একজনকে চুঁচুড়ার ইমাম্বাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক শেষ হলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

একশো দিনের কাজ ও আবাস যোজনায় দুর্নীতি এবং নিয়োগ দুর্নীতির প্রতিবাদে সোমবার জেলা পরিষদ অভিযানের ডাক দিয়েছিল ডিওযাইএফআই। বাম ছাত্র-যুবদের মিছিলও আটকাতে সকাল থেকে ব্যারিকেড মোতায়েন করা হয়েছিল পুলিশের তরফে। ডিওয়াইএফআই কর্মীরা প্রথমে মিছিলও করে এলে তাঁদের বাধা দেওয়া হয়। তখনই পুলিশের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ শুরু হয়। রণক্ষেত্র আকার নেয় গোটা এলাকা।

DYFI: শান্তনুকে অপসারণে দাবিতে ডিওয়াইএফআইয়ের মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্র চুঁচুড়া  

ডিওয়াইএফআই কর্মীদের অভিযোগ, তাঁদের একাধিক কর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় একাধিক জন আহত হন। তাঁদের মধ্যে একজনকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতাইয় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কয়েকজনের প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি জমা দেয়।

শান্তনুকে অপসারণে দাবিতে ডিওয়াইএফআইয়ের মিছিল, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে আহত একাধিক

DYFI: শান্তনুকে অপসারণে দাবিতে ডিওয়াইএফআইয়ের মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্র চুঁচুড়া  
শান্তনুকে অপসারণে দাবিতে ডিওয়াইএফআইয়ের মিছিল, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে আহত একাধিক

ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা বলেন, রাজ্য জুড়ে সব জায়গায় সর্বস্তরে দুর্নীতি চলছে। তারই বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু পুলিশ আমাদের মিছিলে বাধা দেয়। আমাদের বেশ কয়েকজন কর্মীদের মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এমনকি কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমরা অবিলম্বে তাঁদের মুক্তি চাই।