Manipur : ফের অগ্নিগর্ভ মণিপুর, জারি হতে পারে কার্ফু, গ্রেফতার প্রাক্তন বিধায়ক

ফের অগ্নিগর্ভ মণিপুর, জারি হতে পারে কার্ফু, গ্রেফতার প্রাক্তন বিধায়ক

নজরবন্দি ব্যুরো: চলতি সপ্তাহের শুরুতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন হয় মণিপুরের রাজধানী ইম্ফল। আগুন ধরানো হয় বেশ কয়েকটি বাড়িতেও। নতুন করে হিংসা ছড়িয়ে পড়েছে ইম্ফলের চেকন অঞ্চলে। রবিবার রাত থেকেই চেকন এলাকা জুড়ে অশান্তির সৃষ্টি হয়। মণিপুরের রাজধানী ইম্ফলের পশ্চিম জেলায় তিনজন আহত হয়েছে। তাদের লক্ষ্য করেই গুলি ছোড়া হয়। এই ঘটনার জেরে একজন প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: আবারও কমল হলুদ ধাতুর দাম, সোনার পারা পতনে স্বস্তি ক্রেতাদের

প্রসঙ্গত, রবিবার রাতে ইম্ফলের পশ্চিম জেলায় তিনজনকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। যার দরুন সোমবার ইম্ফলের চেকন এলাকা জুড়ে হিংসা ছড়ায়। ইম্ফলের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও একজন প্রাক্তন বিধায়ক সহ তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি মণিপুরে শান্তি বজায় রাখার কথাও জানিয়েছেন।

ফের অগ্নিগর্ভ মণিপুর, গ্রেফতার প্রাক্তন বিধায়ক
ফের অগ্নিগর্ভ মণিপুর, গ্রেফতার প্রাক্তন বিধায়ক

সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে তিনজন গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছে। যেই আগ্নেয়াস্ত্রটি গোলাগুলিতে ব্যবহার করা হয়েছিল সেটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। সোমবারের অগ্নিকাণ্ডের ফলে ইম্ফলের বেশ কিছু মানুষ বাড়ি ছেড়ে পালায়। এই ভয়াবহ পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কার্ফু জারি করা হয়। এছাড়াও প্রশাসনিক ভাবে জানানো হয়েছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফের অগ্নিগর্ভ মণিপুর, গ্রেফতার প্রাক্তন বিধায়ক

সম্প্রতি মাসের শুরু থেকেই মণিপুরের দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়ায়। যার জেরে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, এই ঘটনায় প্রায় ৭০ জন নিহত হয়েছে। এই অশান্তিকে সামাল দিতেই সকাল ৬ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত কার্ফু জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী নিয়োগ করা হয়। আবারও হিংসা ছড়িয়েছে মণিপুরে। যার দরুন ফের লাগু হল কার্ফু।

ফের অগ্নিগর্ভ মণিপুর, গ্রেফতার প্রাক্তন বিধায়ক

ফের অগ্নিগর্ভ মণিপুর, গ্রেফতার প্রাক্তন বিধায়ক
ফের অগ্নিগর্ভ মণিপুর, গ্রেফতার প্রাক্তন বিধায়ক