নজরবন্দি ব্যুরো: টানা কয়েকদিনে পরপর দাম কমল সোনার। সোমবারের পর মঙ্গলবারেও সোনার দাম কমল। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ২৯০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩১০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে এদিন। হলুদ ধাতুর দর নিম্নমুখী হওয়ায় মুখে হাসি ফুটেছে ক্রেতাদের। দেখে নিন কলকাতায় কোথায় ঠেকল সোনার দাম।
আরও পড়ুন: সোনার দরে স্বস্তি! অনেকটাই দাম কমল হলুদ ধাতুর, মুখে হাসি ফুটল ক্রেতাদের
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৬ হাজার ১১০ টাকা।
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৪৮ হাজার ৮৮০ টাকা।
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৬১ হাজার ১০০ টাকা।
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা: ৬ লক্ষ ১১ হাজার টাকা।
১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫ হাজার ৬০০ টাকা।
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৪৪ হাজার ৮০০ টাকা।
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৬ হাজার টাকা।
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫ লক্ষ ৬০ হাজার টাকা।
কলকাতায় ১ কেজি রুপোর দাম কমেছে ৫০০ টাকা। সকাল ১১ টা পর্যন্ত শহরে ১ কেজি রুপোর বাটের দাম ৭৪ হাজার ৫০০ টাকা। সোমবার ১ কেজি রুপোর দাম ছিল ৭৫ হাজার টাকা।

মে মাসে সোনার দাম ওঠা-নামা করছে। চলতি মাসের শুরু থেকেই সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। এই মাসেই স্বর্ণধাতুর দাম ৬২ হাজারের গণ্ডি টপকে গিয়েছিল। সোনা কিনতে গিয়ে রীতিমত নাভিশ্বাস উঠেছিল ক্রেতাদের। এবার মাসের শেষের দিকে দাম কমতে থাকায় স্বস্তি পেয়েছেন তাঁরা। তবে এই স্বস্তি কতদিন বহাল থাকে তা নিয়েও রয়েছে প্রশ্ন।
আবারও কমল হলুদ ধাতুর দাম, মুখে হাসি ফুটল ক্রেতাদের
