নজরবন্দি ব্যুরো: ফলক বিতর্কে নাম জড়িয়ে প্রবল চাপের মুখে পড়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আর এই প্রবল চাপের মাঝেই ফের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হল। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ‘কুরুচিকর মন্তব্য’ করেছেন তিনি।
আরও পড়ুন: Abhishek Banerjee: মহুয়া বিতর্কে মুখ খুললেন অভিষেক, অভিযোগ প্রতিহিংসার রাজনীতির
প্রসঙ্গত, এর আগেও শান্তিনিকেতন থানায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের নামে এফআইআর দায়ের করেছিল শান্তিনিকেতন ট্রাস্ট কর্তৃপক্ষ। সেই সময় উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, শান্তিনিকেতন ট্রাস্টের সম্পত্তি হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই শান্তিনিকেতনের উপাসনাগৃহ, ছাতিমতলা, গৃহসহ মূল আশ্রমের একাধিক জায়গায় অ-রাবীন্দ্রিক ফলক লাগিয়েছে। যা এতদিনের রীতিনীতি ভেঙে নামফলক লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নামে ‘কুরুচিকর মন্তব্য’ করার অভিযোগ উঠেছে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, অভিযোগ জানিয়েছেন প্রলয় নায়েক নামে এক ব্যক্তি। পেশায় তিনি হুগলির একটি কলেজে অধ্যাপক। অধ্যাপনা করার পাশাপাশি, বীরভূম জেলার প্রাথমিক শিক্ষা সংসদেরও সভাপতি তিনি। এছাড়াও অভিযোগপত্রে তিনি নিজেকে বিশ্বভারতীর প্রাক্তনী বলেও দাবি করেছেন।
মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যর বিরুদ্ধে থানায় FIR দায়ের
অভিযোগকারীর অভিযোগ, বিশ্বভারতীর মতো ঐতিহ্যপূর্ণ বিশ্ববিদ্যালয়ের প্যাডে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে চিঠি লেখা হয়েছে, তার ফলে মুখ্যমন্ত্রী অবমাননা করা হয়েছে। তিনি এপ্রসঙ্গে অভিযোগে জানিয়েছেন যে, অত্যন্ত কুরুচিকর ভাষা ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিদ্যুৎবাবু। এমনকী যে ভাষা তিনি ব্যবহার করেছেন তা আদতে প্ররোচনামূলক। পাশাপাশি পুলিশকে গোটা বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন তিনি।