PM Narendra Modi: প্রধানমন্ত্রীর সফরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, বিরাট পরিকল্পনা গেরুয়া শিবিরের
BJP use this as political issue

নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাল দুপুরে হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি অবধি বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক সুচনা করবেন তিনি। একইসঙ্গে জোকা তারাতলা মেট্রোর উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি নমামি গঙ্গার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। বছর শেষে প্রধানমন্ত্রীর সফরে বেশ কিছু চমক দিতে চাইছে রাজ্য বিজেপি।

আরও পড়ুনঃ Dilip Ghosh On Arijit Singh: বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল, অরিজিৎ সিংয়ের শো প্রসঙ্গে কটাক্ষ দিলীপের

PM Narendra Modi: প্রধানমন্ত্রীর সফরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, বিরাট পরিকল্পনা গেরুয়া শিবিরের

কেন্দ্র সরকারের প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত হলেও পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সফরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে বিজেপি। তাই আগে থেকেই সেই তোরজোড় শুরু হয়েছে। ‘বন্দে ভারত’ ট্রেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবির পাশে লেখা আমি আসছি পশ্চিমবঙ্গে।

প্রধানমন্ত্রীর সফরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, বিশেষ পরিকল্পনা নিয়ে নামছে বিজেপি 
প্রধানমন্ত্রীর সফরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, বিশেষ পরিকল্পনা নিয়ে নামছে বিজেপি

বিজেপি সূত্রে খবর, গতকাল সকালেই বিশেষ বিমানে চড়ে কলকাতায় পা রাখবেন প্রধানমন্ত্রী। যে সামান্য যাত্রাপথ তিনি গাড়িতে যাবেন তার দুই পাশে থাকবে বিজেপির হোর্ডিং, ফেস্টুন। এর জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। জানা গেছে, পোস্টারে থাকবে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মুখ। প্রধানমন্ত্রীর সামনে বঙ্গ বিজেপির ঐক্য তুলে ধরাই মূল লক্ষ্য। পাশাপাশি রেলের কর্মসূচিতে উপস্থিত থাকবেন সুকান্ত-শুভেন্দু এবং দিলীপরা।

প্রধানমন্ত্রীর সফরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, বিশেষ পরিকল্পনা নিয়ে নামছে বিজেপি 

প্রধানমন্ত্রীর সফরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, বিশেষ পরিকল্পনা নিয়ে নামছে বিজেপি 
প্রধানমন্ত্রীর সফরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, বিশেষ পরিকল্পনা নিয়ে নামছে বিজেপি

দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে মোদিকে মুখ করেই প্রচার শুরু করতে চাইছে গেরুয়া শিবির। কারণ, রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াইকেই প্রধান্য দিতে চাইছে বঙ্গ বিজেপি। অন্যদিকে, একশো দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের দুর্নীতির বিষয়টিকেও সমানভাবে গুরুত্ব দিতে চায় বিজেপি। এমত অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখকে ব্যবহার করে প্রচারে ঝড় তুলতে চায় গেরুয়া শিবির