Dilip Ghosh On Arijit Singh: বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল, অরিজিৎ সিংয়ের শো প্রসঙ্গে কটাক্ষ দিলীপের

বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল, অরিজিৎ সিংয়ের শো প্রসঙ্গে কটাক্ষ দিলীপের
Dilip ghosh comments on arijit singh concert issue

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গ রাজনীতির সঙ্গে মিলেমিশে গেছে বিনোদন জগৎ। তবে এবারের বিতর্কের শীর্ষে রয়েছেন গায়ক অরিজিৎ সিং। গতকাল ইকো পার্কের শো বাতিল হওয়ার পরই শোরগোল পড়েছে। এর পিছনে কী রাজনৈতিক ষড়যন্ত্র নাকি নেহাতই তুচ্ছ বিষয়কে রাজনীতির রঙ লাগানো হচ্ছে সেই নিয়ে উঠছে প্রশ্ন? রঙ দে তু মোহে গেরুয়া গেয়েই কি বিপাকে অরিজিৎ? আর এই বিতর্কে আবারও মর্নিং ওয়াক স্টেটমেন্ট দিলেন দিলীপ ঘোষ। “তৃণমূলে না থাকলে করে খাওয়া মুশকিল হবে” এমনই মন্তব্য তাঁর।

আরও পড়ুনঃ বছরের শুরুতেই দ্বিতীয় দফার টেটের ইন্টারভিউ, কারা পাবেন সুযোগ?

১৪ ফেব্রুয়ারি ইকো পার্কে বাতিল অরিজিৎ সিংয়ের কনসার্ট। কারণ ভিড় নিয়ন্ত্রণ করতেই এই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত বিধাননগর পুলিশ কমিশনারেটের। বুধবার এমনই তথ্য দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমএরার এটা জানার পর থেকেই উত্তপ্ত শহরবাসী।  বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর শহরের চা চক্রে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। অরিজিতের গানের শো বাতিল ইস্যু নিয়ে চড়াও হন তিনি। বিজেপি নেতা বলেন, “সব শো নয়, বেছে-বেছে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। তৃণমূলের সঙ্গে না থাকলে করে খাওয়া বন্ধ হয়ে যাবে। শুধু অরিজিৎ সিং নয়, যারা তৃণমূলের সঙ্গে নেই প্রত্যেকের শো বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবেই বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল।”

বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল, অরিজিৎ সিংয়ের শো নিয়ে কটাক্ষ দিলীপের
বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল, অরিজিৎ সিংয়ের শো নিয়ে কটাক্ষ দিলীপের

 

প্রসঙ্গত, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে, ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গেয়েছিলেন অরিজিৎ। রাজনৈতিক রঙ লাগানো হয় সেখানেই। মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গাত্মক ইঙ্গিত করার জন্য এই গান বেছেছিলেন এমনটাই বলা হয়। আর সেই নিয়ে নানা রাজনৈতিক পোস্টও করেন গেরুয়া শিবির। ফলত এই কারনেই কী খেসারৎ দিতে হল বাংলার সেরা গায়ককে? এই প্রশ্নতেই সরব রাজনৈতিক মহল।

বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল, অরিজিৎ সিংয়ের শো প্রসঙ্গে কটাক্ষ দিলীপের

বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল, অরিজিৎ সিংয়ের শো নিয়ে কটাক্ষ দিলীপের
বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল, অরিজিৎ সিংয়ের শো নিয়ে কটাক্ষ দিলীপের

যদিও প্রশাসনের যুক্তিতে এসবের লেশমাত্র নেই। গতকাল মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন ওই সময় জি-২০ সম্মেলন রয়েছে শহরে। সে কারণেই পুলিশের তরফে  অনুমতি মেলেনি। তবে ইকো পার্কের বদলে অনুষ্ঠানের জন্য বিকল্প জায়গা আয়োজকদের দেওয়ার ব্যাপারে জানানো হয়েছিল বলে দাবি ফিরহাদের। তবে তিনি এও বলেন পুলিশের অনুমতি না নিয়ে কেন অনুষ্ঠানের আয়োজন করা হল? আয়োজকের বিরুদ্ধে এফআইআর হলে তিনি যে গ্রেফতার হতে পারেন সে কথাও বলেন। তবে এই জবাবে তৃপ্ত নয় রাজনৈতিক মহল। কারণ ইতিপূর্বে অরিজিত একাধিক শো করেছেন ইকোপার্কে, সে সময় এজাতীয় সচেতনতার কথা জানা যায়নি এবং এবারে সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ার পর কেন এই সিদ্ধান্ত সেই নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল। এই জল যে কতদূর গড়ায় সেটাই এখন দেখার।