ধুপগুড়ির দুর্ঘটনায় মৃত এক তরুণীর পরিবারের হাতে ২.৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও গৌতম দেব।

নজরবন্দি ব্যুরো, শিলিগুড়ি: ধুপগুড়ির দুর্ঘটনায় মৃত এক তরুণীর পরিবারের হাতে ২.৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও গৌতম দেব। ধূপগুড়ির পথ দুর্ঘটনায় মৃত শিলিগুড়ির কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং গৌতম দেব। পাশাপাশি ঘটনায় জখম তার দাদু ও দিদাকেও দেখেন।
আরও পড়ুনঃ কৃষি আইন বাতিল সহ বিভিন্ন দাবিতে শিলিগুড়িতে মিছিল করল AIUTUC।
মৃত কিশোরীর পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কিশোরীর পরিবারের হাতে ২ লক্ষ ৫০ হাজার এবং আহতদের জন্য ৫০ হাজার টাকার চেক তুলে দেন দুই মন্ত্রী। প্রসঙ্গত,মঙ্গলবার রাতে ধুপগুড়ি জলঢাকা ব্রীজের কাছে দুটি গাড়ির ওপর উলটে যায় একটি বোল্ডার বোঝাই ট্রাক।
মৃত্যু হয় কোয়েলের।কোয়েলের দাদু ও দিদা জখম হন।আজ ঘটনায় নিহত ১৪ জনের পরিবারের হাতেই আড়াই লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং গৌতম দেব।আহতদের হাতেও চেক তুলে দেওয়া হচ্ছে। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ধূপগুড়ির দুর্ঘটনায় নিহতদের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছি।
ধুপগুড়ির দুর্ঘটনায় মৃত এক তরুণীর পরিবারের হাতে ২.৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও গৌতম দেব। ঘটনায় আহতদের সঙ্গেও দেখা করেছি।আর্থিক অনুদান দেওয়া হয়েছে।এরপরে মেডিকেল যাব। সেখানে যারা ভর্তি রয়েছেন তাদের সঙ্গে দেখা করব।