Anubrata Mondal: আচমকা বুকে ব্যাথা বাড়ল অনুব্রতর, রয়েছেন চিকিৎসকদের নজরদারিতে

Anubrata Mondal: আচমকা বুকে ব্যাথা বাড়ল অনুব্রতর, রয়েছেন চিকিৎসকদের নজরদারিতে
Anubrata Mondal is not well

নজরবন্দি ব্যুরোঃ আচমকা শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে গরু পাচার অভিযুক্ত অনুব্রত মণ্ডলের। সূত্রের খবর, তিহাড় জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সোমবার সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। হাসপাতাল সূত্রে খবর, আচমকা বুকে ব্যাথা বাড়ল অনুব্রতর, তবে এখন শারীরিক অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুনঃ Bangla Pokkho: প্রতিটি স্কুলে চাই বাংলা ভাষায় শিক্ষা, শিক্ষামন্ত্রীর কাছে দাবি বাংলা পক্ষর

গত ১১ অগাস্ট গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত। এরপর বারবার আদালতের কাছে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে জামিনের জন্য আবেদন জানান কেষ্ট। যদিও তাতে বিশেষ লাভ হয়নি। সম্প্রতি তিহাড় জেলের ৭ নম্বর সেলে ঠাঁই হয়েছে কেষ্টর।

Anubrata Mondal: আচমকা বুকে ব্যাথা বাড়ল অনুব্রতর, রয়েছেন চিকিৎসকদের নজরদারিতে
আচমকা বুকে ব্যাথা বাড়ল অনুব্রতর, ভর্তি হাসপাতালে 

সোমবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে ভর্তি করা হয় তিহাড় জেল হাসপাতালে। অক্সিজেন দেওয়া হয় কেষ্টকে। সূত্রের খবর, বর্তমানে স্থিতিশীল তৃণমূল নেতা। সূত্রের খবর, এখনও সম্পূর্ণ সুস্থ নন। চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন তিনি।

আচমকা বুকে ব্যাথা বাড়ল অনুব্রতর, ভর্তি হাসপাতালে 

Anubrata Mondal: আচমকা বুকে ব্যাথা বাড়ল অনুব্রতর, রয়েছেন চিকিৎসকদের নজরদারিতে
আচমকা বুকে ব্যাথা বাড়ল অনুব্রতর, ভর্তি হাসপাতালে 

সম্প্রতি দিল্লি থেকে আসানসোল জেলে ফিরতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন জানিয়েছেন কেষ্ট। ১৪ দিনের হেফাজতের মেয়াদ শেষের আগেই তিহাড় জেলে আর থাকতে না চেয়ে আদালতের দ্বারস্থ হলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। সূত্রের খবর, তিহাড় জেলে যাওয়ার পরই থেকেই তিনি অসুস্থ বোধ করেন। আবার তিনি বাংলা ছাড়া অন্য কোনও ভাষা বলতে বা বুঝতে পারেন না বলে জানিয়েছেন। ফলে তাঁর সুবিধার জন্য দোভাষী রাখার কথাও বলা হয়েছে আদালতের তরফে। আগামী ৩ তারিখ এই মামলার শুনানি রয়েছে। তার আগে কেষ্ট অসুস্থ হয়ে পড়তেই একাধিক প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে।