নজরবন্দি ব্যুরোঃ সমস্ত রাজ্যের তরফে নিজ নিজ ভাষাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়ে থাকে। যেখানে সমস্ত স্কুলে নিজ নিজ ভাষায় শিক্ষা দেওয়া বাধ্যতামূলক। একইভাবে বাংলার প্রতিটি স্কুলে চাই বাংলা ভাষায় শিক্ষা। দশম শ্রেণী পর্যন্ত একটি বিষয় হিসাবে বাংলা বাধ্যতামূলকের দাবি জানিয়ে বাংলার শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসুকে চিঠি দিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ Mamata Banerjee: সংখ্যালঘুদের উন্নয়নের জন্য নতুন বোর্ড, মন্ত্রীসভার বৈঠকে প্রস্তাব মমতার
সম্প্রতি একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, বেসরকারি স্কুল গুলোকে অনুরোধ করবেন যাতে তৃতীয় ভাষা হিসাবে বাংলা পড়ানো হয়৷ কিন্তু অনুরোধ কেন? বাংলা পক্ষর প্রশ্ন এখানেই। অন্যান্য সব রাজ্য বিধানসভায় বিল পাশ করে আইন করে স্কুলে তাদের ভাষা বাধ্যতামূলক করেছে। একই রকম ভাবে বাংলার বিধানসভাতেও স্কুলে বাংলা বাধ্যতামূলকের বিল পাশ হোক, মাননীয় শিক্ষামন্ত্রীকে এই আবেদনই জানান গর্গ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য,অনুরোধ করলে কোনো স্কুল শোনে না। তাই আইন করে সমস্ত স্কুলে বাংলা ভাষায় শিক্ষাদান বাধ্যতামূলক করতে হবে।

বাংলা পক্ষর বক্তব্য, দেশের অন্যান্য সব রাজ্যের সব স্কুলে সেই রাজ্যের মূল ভাষা বাধ্যতামূলক। সেটা ওড়িষ্যা হতে পারে, সেটা কর্ণাটক হতে পারে, উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র হতে পারে, সবত্রই এক নিয়ম। এমনকি গুজরাটেও বিধানসভায় আইন করে গুজরাটি বাধ্যতামূলক করা হয়েছে। কেরালায় সব স্কুলে মালায়লম বাধ্যতামূলক। তেমনই বাংলাতেও বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা হোক।
প্রতিটি স্কুলে চাই বাংলা ভাষায় শিক্ষা, শিক্ষামন্ত্রীকে চিঠি বাংলা পক্ষর

২০১৭ সালে মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের সব স্কুলে একটা বিষয় হিসাবে দশম শ্রেণী পর্যন্ত বাংলা বাধ্যতামূলকের ঘোষণা করেছিলেন। সেবার মুখ্যমন্ত্রীর নির্দেশকে সকলেই সাধুবাদ জানিয়েছিল। ৬ বছর অতিক্রান্ত হলেও তা আজও কার্যকর হয়নি। যা অত্যন্ত দুঃখের বিষয়। অবিলম্বে বিধানসভায় এবিষয়ে বিল পাশ করা হোক। দাবি জানাচ্ছেন তাঁরা।