নজরবন্দি ব্যুরোঃ সোমবার মন্ত্রীসভার বৈঠকে বিরাট সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন গোলাম রব্বানির পরিবর্তে এখন থেকে সংখ্যালঘু বিষয়ক দফতর দেখবেন তিনি। একইসঙ্গে এদিন সংখ্যালঘুদের উন্নয়নের জন্য নতুন বোর্ড গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রীসভা।
আরও পড়ুনঃ Mamata Banerjee Cabinet: সরানো হল গুলাম রব্বানিকে, সংখ্যালঘু বিষয়ক দফতর দেখবেন মমতা
নবান্ন সূত্রে খবর, এতদিন ধরে সংখ্যালঘু উন্নয়ন অর্থ নিগম ছিল। কিন্তু এই বোর্ড হবে স্বতন্ত্র। সংখ্যালঘুদের আর্থসামাজিক উন্নতির জন্য কী ধরনের পদক্ষেপ করা দরকার তা খতিয়ে নতুন বোর্ড সময়ান্তরে সুপারিশ জানাবে।

তবে আজকের প্রস্তাবিত নতুন সংখ্যালঘু বোর্ডের গঠনতন্ত্র নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কাকে বোর্ডের চেয়ারম্যান করা হবে তাও এখনও চূড়ান্ত হয়নি। সেই দায়িত্ব ফিরহাদ হাকিমের কাঁধেই তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি এক বৈঠকে দিদি ববিকে বলেছেন কলকাতা পুরসভা বাদ দিয়ে তিনি কিছু বলবেন না। তাতে ববির ক্ষোভ হতে পারে। সেই ক্ষোভ প্রশমনের জন্যেই এই কথা বলেছেন তিনি।
সংখ্যালঘুদের উন্নয়নের জন্য নতুন বোর্ড, বিরাট প্রস্তাব মমতার

সোমবার মন্ত্রীসভার বৈঠকে বিরাট পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী নিজে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুলাম রব্বানিকে সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে সরানো হচ্ছে। সরানো হল গুলাম রব্বানিকে, এখন থেকেই মুখ্যমন্ত্রী নিজেই সেই দফতর দেখবেন। নবান্ন সূত্রে খবর, সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে গুলাম রাব্বানিকে সরিয়ে উদ্যানপালন দফতরের মন্ত্রী করা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক দফতরে এখন প্রতিমন্ত্রী হলেন তাজমুল হোসেন। মুখ্যমন্ত্রীর অধীনে তিনি অবশ্য এই দফতরে প্রতিমন্ত্রী পদ সামলাবেন তিনি।