Primary Education: সরকারী স্কুলের প্রতি অনীহা, গত ১০ বছরে বন্ধ সাত হাজার প্রাথমিক স্কুল

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ বেআইনি নিয়োগের অভিযোগে জেরবার প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতের নির্দেশে পর্ষদের সভাপতি পদ থেকে সরানো হয়েছে মানিক ভট্টাচার্যকে। এরই মধ্যে সরকারী হিসেব ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত দশ বছরে ৭০১৮ টি স্কুল উধাও হয়ে গেছে। শিক্ষা দফতরের তরফে এমনটাই তথ্য জানানো হয়েছে। সরকারী স্কুলের প্রতি অনীহা থেকেই এই ঘটনা? রিপোর্ট ঘিরে চাঞ্চল্য।

আরও পড়ুনঃ Mamata Bannerjee: উদয়পুর হত্যাকাণ্ড নিয়ে নিন্দায় সরব মমতা, জঙ্গি যোগের সম্ভাবনা!‌ তদন্তে এনআইএ

সম্প্রতি শিক্ষা দফতরের তরফে একটি তথ্য প্রকাশ করা হয়েছে। শেষ ১০ বছরে রাজ্যে ৭০১৮ টি বিদ্যালয় কমেছে। ২০১২ সালে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ৭৭,৭১৭। ২০২২ সালে প্রাথমিক স্কুলের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭,৬৯৯। সবচেয়ে বেশী বিদ্যালয় কমেছে দক্ষিণ ২৪ পরগণা জেলায়। ১১৮২ টি স্কুল প্রাথমিক স্কুল কমেছে।

সরকারী স্কুলের প্রতি অনীহা, স্কুল বন্ধের সংখ্যা বাড়ছে রাজ্যে 
সরকারী স্কুলের প্রতি অনীহা, স্কুল বন্ধের সংখ্যা বাড়ছে রাজ্যে 

আবার পরিসংখ্যান বলছে দশ বছরে পুরুলিয়ায় প্রাথমিক স্কুলের সংখ্যা বেড়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় বেড়েছে স্কুলের সংখ্যা। বাকি সমস্ত জেলাতেই গত ১০ বছরে কমেছে প্রাথমিক স্কুলের সংখ্যা। পূর্ব মেদিনীপুরে বিদ্যালয়ের সংখ্যা কমেছে ৮৬৭ টি। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দুই জেলা মিলিয়ে স্কুলের সংখ্যা কমেছে ১০৪৭ টি।

সরকারী স্কুলের প্রতি অনীহা, স্কুল বন্ধের সংখ্যা বাড়ছে রাজ্যে 

সরকারী স্কুলের প্রতি অনীহা, স্কুল বন্ধের সংখ্যা বাড়ছে রাজ্যে 
সরকারী স্কুলের প্রতি অনীহা, স্কুল বন্ধের সংখ্যা বাড়ছে রাজ্যে 

গত ১০ বছরে বেড়েছে স্কুল ছুটের সংখ্যাও। তাই শিক্ষক এবং ছাত্র-ছাত্রী না থাকার কারণে স্কুল বন্ধ হয়ে গেছে। অথচ দুর্নীতির কারণে বঞ্চনার শিকার হতে হয়েছে যোগ্য প্রার্থীদের। দীর্ঘ সময় ধরে লাগাতার আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছেন তাঁরা। কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই। আদালতের নির্দেশে ২৬৯ জনের চাকরি চলে যাওয়ার ঘটনার মধ্যে শিক্ষা দফতরের এই রিপোর্টে চাঞ্চল্য ছড়িয়েছে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

সেই ক্ষোভেই বৃহস্পতিবার গোটা এলাকায় সম্পূর্ণ শাট ডাউনের দাবি তোলে ওই ENPO। তাদের ডাকে সাড়া দিয়েছে ওই এলাকার আমনাগরিক। ভোটের দিন গোটা পূর্ব নাগাল্যান্ডে কার্যত বনধের ছবি। ভোটকেন্দ্রে যাচ্ছেন না ভোটাররা। তাই এখন পর্যন্ত ভোটদান শূন্য।
কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

একদিকে যখন রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। ঠিক সেসময়ই আবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

ভোট শতাংশে হাফ সেঞ্চুরি বাংলায়, দুপুর ১ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

সকাল ৯ টা পর্যন্ত বাংলায় তিন আসন মিলিয়ে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সকাল ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ছিল ৩৩.৫৬ শতাংশ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত।
ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে কেন্দ্রীয় বাহিনী, শীতলকুচিতে অভিযোগ তৃণমূলের

ভোটের প্রথম দিনেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর মদতে ভোটারদের ভয় দেখানো এবং রিগিংয়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

Lifestyle and More...