নজরবন্দি ব্যুরোঃ উদয়পুর হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় হচ্ছে রাজস্থান। রাজস্থানে আগামী একমাস ১৪৪ ধারা জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি নেত্রী নূপুর শর্মার বক্তব্য সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য খুন হতে হয়েছে কানহাইয়া লাল নামে এক দরজিকে।
আরও পড়ুনঃ ‘ভারতে হিন্দুরাও যে সুরক্ষিত নয়’! উদয়পুরের ঘটনার তীব্র নিন্দা তসলিমা ও ওয়াইসির
হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সকলকে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন মমতা। টুইটারে মমতা লিখেছেন, ‘হিংসা ও উগ্রপন্থা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। উদয়পুরে যা ঘটেছে, তার তীব্র নিন্দা করছি। আইন যা করার করবে। সবাই শান্তি বজায় রাখুন।’
ঘটনার তদন্তে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা। সন্দেহ এই হত্যাকাণ্ডে যুক্ত থাকতে পারে জঙ্গি সংগঠন। ইতিমধ্যেই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। তাদের জিজ্ঞাসাবাদ করে নৃসংশ হত্যাকাণ্ডের পিছনে জঙ্গি যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে এনআইএ।
উদয়পুর হত্যাকাণ্ড নিয়ে নিন্দায় সরব মমতা, জঙ্গি যোগের সম্ভাবনা! তদন্তে এনআইএ
পাশাপাশি তদন্ত করছে সিটও।উল্লেখ্য উদয়পুরে উত্তেজনা ছড়ানোর পিছনে রয়েছে হত্যাকাণ্ডের ভিডিও ও দুই অভিযুক্ত মহম্মদ রিয়াজ আখতার ও মহম্মদ গোশের ভিডি–বার্তা। সেখানে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি নেত্রী নূপুর শর্মাকেও হত্যার হুমকি দেয়।