নজরবন্দি ব্যুরো: কালীপুজো, দীপাবলী, ভাইফোঁটা দেখতে দেখতে চোখের নিমেষে একের পর এক উৎসব শেষ হয়েছে। সপ্তাহের মাঝামাঝিতে এসে হঠাৎ আকাশের মুখ ভার। বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ। এর জেরে বাংলায় দুর্যোগের আশঙ্কা? কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? শীত কবে পড়বে? কী বলছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: বঙ্গে ফের নিম্নচাপের কাঁটা, নতুন সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস!
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ গতি পরিবর্তন করে উত্তর- উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামীকাল অর্থাৎ শুক্রবার (১৭ নভেম্বর) সকালের দিকে নিম্নচাপটি ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করবে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী শনিবার এই নিম্নচাপ উপকূল ধরে সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশের দিকে এগোবে। এর জেরে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে।
উপকূলের অঞ্চলে সতর্কতা প্রচার করা হচ্ছে। আজ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিন রাজ্যের উপকূলের জেলাগুলিতে ৭০ কিলোমিটার/ প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া- দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে আজ। শুক্রবার এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অন্যান্য জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি।
কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা। রোদের দেখা নেই। হালকা হালকা শীত অনুভূত হচ্ছে। আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রির কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯০ শতাংশ।
কালীপুজো কাটতেই আকাশের মুখ ভার, অতি গভীর নিম্নচাপের জেরে বঙ্গে দুর্যোগ?
