নজরবন্দি ব্যুরো: রাজ্যজুড়ে এখন উৎসবের মরশুম। আজ কালী পুজো-দীপাবলি। ঠাণ্ডার আমেজ বজায় রয়েছে। আবহাওয়া শুষ্ক রয়েছে। ভাই ফোঁটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নতুন সপ্তাহ থেকেই আবহাওয়ার বদল ঘটতে পারে। কারণ নিম্নচাপের কাঁটা। তার জেরেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জেনে নিন কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট।
আরও পড়ুন: আগামী কয়েকদিন হেমন্তের পরশ বেশ ভালই উপভোগ করা যাবে, রইল আবহাওয়ার আপডেট
আলিপুর আবহাওয়া দফতরের বিবৃতি অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৪ নভেম্বর) বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা পরবর্তী দুদিনে গভীর নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে, মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে। ১৬ নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের অভিমুখ কোন দিকে যাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে এই নিম্নচাপের জেরে আগামী বুধবার ও বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, বর্ধমানে বৃষ্টিপাত হবে।
উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। এখন বৃষ্টির পূর্বাভাস না থাকলেও নতুন সপ্তাহে একাধিক জেলা ভিজতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। কালীপুজো সহ আগামী কয়েকদিন রাজ্যে তাপমাত্রার হেরফের হবে না। ভাইফোঁটার পর থেকে রাজ্যে মেঘ ঢুকবে। যার ফলে তাপমাত্রা কিছুটা বাড়বে।
রবিবার রাজ্যের কোনও জেলায় বৃষ্টি হবে না। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। ১৫ নভেম্বর থেকে তাপমাত্রা পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উৎসবের দিন পেরোলেই বঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস।