নজরবন্দি ব্যুরো: কয়েকদিন ধরেই শীতের আমেজ বেশ ভালো বোঝা যাচ্ছে। রাজ্যে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। তাপমাত্রা ক্রমশ কমছে। ভোরের দিকে কুয়াশাও দেখা যাচ্ছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল চলতি সপ্তাহেই কলকাতায় ২০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ঠাণ্ডা বেশি পড়বে। কেমন থাকবে আবহাওয়া? কী আপডেট দিচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন: কালীপুজোতে চলবে বাড়তি মেট্রো, রবিবার শেষ পরিষেবা ক’টায়?
আজ ভূত চতুর্দশী এবং আগামীকাল কালীপুজো। উৎসবের আমেজে মেতে উঠেছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উৎসবের আনন্দে ‘ভিলেন’ হবে না বৃষ্টি। তবে তাপমাত্রা কমবে। আগামী সপ্তাহেই ভাইফোঁটা। জাঁকিয়ে শীত না পড়লেও ঠাণ্ডা অনুভূত হবে। রাত বাড়তেই শীত শীত ভাব থাকবে এবং ভোরের দিকে শিরশিরানি হবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। ফলে শুষ্ক হবে বাতাস। একাধিক জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যাবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কালীপুজোর পর আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমবে। বৃষ্টির সম্ভবনা নেই। এই সময় পর্যটকদের জন্য উত্তরবঙ্গ সফর দারুণ হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
কলকাতায় তাপমাত্রা কমলেও বাতাসে জলীয় বাষ্প রয়েছে। যার ফলে ঘাম দেখা দিচ্ছে। আগামী কয়েকদিন আবহাওয়া এমনই থাকবে। ভোরে ও রাতে শীত শীত ভাব থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মাসের শেষ দিকে শহরে জাঁকিয়ে শীত পড়তে পারে।
আগামী কয়েকদিন হেমন্তের পরশ বেশ ভালই উপভোগ করা যাবে, রইল আবহাওয়ার আপডেট
