কালীপুজোতে চলবে বাড়তি মেট্রো, রবিবার শেষ পরিষেবা ক'টায়?

নজরবন্দি ব্যুরো: কালীপুজো ও দীপাবলি উপলক্ষে বাড়তি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। রবিবার অর্থাৎ আগামীকাল অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আগামীকাল দক্ষিণেশ্বর ও কালীঘাটে পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কালীপুজোতে শিয়ালদহ শাখায় চলবে স্পেশাল ট্রেন, যাত্রীদের সুবিধার্থে ভাবনা রেলের

কলকাতা মেট্রো বিবৃতি জারি করে জানিয়েছে, রবিবার কালীপুজো উপলক্ষে মোট ১৩২ টি মেট্রো চলবে। তার মধ্যে আপ লাইনে ৬৬ টি ও ডাউন লাইনে ৬৬ টি মেট্রো চলবে। অন্যান্য রবিবারের মতই নির্দিষ্ট সময়ে পরিষেবা শুরু হবে। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো যাবে সকাল ৯ টায়। একইভাবে দমদম থেকে কবি সুভাষ, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৯ টায় ছাড়বে।

কালীপুজোতে চলবে বাড়তি মেট্রো, রবিবার শেষ মেট্রো কখন?

কালীপুজো উপলক্ষে রবিবার রাতে বাড়তি মেট্রো চালু থাকবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো ছাড়ে রাত ৯ টা ২৭ মিনিটে। রাত ৯ টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়ে। তবে আগামীকাল দক্ষিণেশ্বর-কবি সুভাষ, কবি সুভাষ-দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টায়। কালীপুজোয় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে রাত ১০টায় ছাড়বে শেষ মেট্রো।

কালীপুজোতে চলবে বাড়তি মেট্রো, রবিবার শেষ মেট্রো কখন?

উল্লেখ্য, শনিবার বিশ্বকাপের লিগ ম্যাচে ইডেনে মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড। এদিন রাত ১০ টা ৪৫ মিনিটে একটি মেট্রো এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যাবে এবং আর একটি মেট্রো এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরের দিকে যাবে। যাত্রাপথে প্রতিটি স্টেশনেই মেট্রো দাঁড়াবে। দুটি মেট্রোই তাদের গন্তব্যে স্থানে পৌঁছাবে রাত ১১ টা ১৮ মিনিটে।

কালীপুজোতে চলবে বাড়তি মেট্রো, রবিবার শেষ মেট্রো কখন?

কালীপুজোতে চলবে বাড়তি মেট্রো, রবিবার শেষ মেট্রো কখন?
কালীপুজোতে চলবে বাড়তি মেট্রো, রবিবার শেষ মেট্রো কখন?