নজরবন্দি ব্যুরো: কালীপুজো ও দীপাবলি উপলক্ষে স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে বিবৃতি জারি করা হয়েছে। রবিবার রাতে অতিরিক্ত ট্রেন চলবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ থেকে কোন ট্রেন কখন কোন গন্তব্যে যাবে, জেনে নিন প্রতিবেদনে।
আরও পড়ুন: বাংলায় বৃষ্টির সম্ভবনা! কেমন কাটবে কালীপুজো ও দীপাবলি?
পূর্ব রেলের তরফে জানা গিয়েছে, কালীপুজোর রাতে অর্থাৎ আগামী ১২ নভেম্বর, রবিবার একজোড়া শিয়ালদহ-ডানকুনি স্পেশ্যাল, একজোড়া শিয়ালদহ-বারাসত ইএমইউ স্পেশ্যাল চালানো হবে। রবিবার রাত ১১ টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেন ডানকুনির উদ্দেশ্যে রওনা দেবে। ১২ টা ২৫ মিনিটে গন্তব্যে পৌঁছাবে। এরপর ট্রেনটি শিয়ালদহে ফিরবে। রাত ১২ টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে বারাসত যাবে একটি ট্রেন। রাত ১ টা ১০ মিনিটে বারাসত থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে পৌঁছাবে।
রবিবার (১২ নভেম্বর) একজোড়া শিয়ালদহ-বারুইপুর লোকাল চালানো হবে জানিয়েছে পূর্ব রেল। রাত ১২ টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে বারুইপুরের উদ্দেশ্যে। রাত ১ টা ২৫ মিনিটে বারুইপুর থেকে শিয়ালদহের উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়বে। শিয়ালদহ থেকে রাত ১২ টা ৪০ মিনিটে রানাঘাটের উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়বে। অন্যদিকে, রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে শিয়ালদহগামী ট্রেনটি ছাড়বে।

উল্লেখ্য, দুর্গাপুজোতেও যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত ট্রেন চালিয়েছিল রেল কর্তৃপক্ষ। পঞ্চমী-দশমী প্রতিদিন রাতেই শিয়ালদহ শাখা থেকে একাধিক লাইনে ট্রেন চালানো হয়েছিল। এই ছয়দিনে বিপুল লক্ষ্মীলাভ হয়েছে রেলের। পঞ্চমী থেকে দশমী মোট আয় হয়েছে ১০ কোটি ৯৯ লক্ষ ৬৩ হাজার ৯৬০ টাকা বা প্রায় ১১ কোটি টাকা।
কালীপুজোতে শিয়ালদহ শাখায় চলবে স্পেশাল ট্রেন, যাত্রীদের সুবিধার্থে ভাবনা রেলের
