Weather Updates: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি, ভারী-অতিভারী বৃষ্টি কোন কোন জেলায় দেখুন

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি, ভারী-অতিভারী বৃষ্টি কোন কোন জেলায় দেখুন
West Bengal Weather with Rain Update Today Live Report 1st August 2022

নজরবন্দি ব্যুরোঃ জুন-জুলাই মাসের খরা দেখা দিলেও অগস্ট মাস শুরু হতেই আবহাওয়া পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃষ্টির (Weather) আকাল আপাতত ঘুচবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বৃষ্টির জেরে কমবে তাপমাত্রাও। আপাতত ভ্য়াপসা গরমে থেকে মিলবে স্বস্তি।

আরও পড়ুনঃ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি আঁচ সংসদে, গান্ধী মুর্তির পাদদেশে ধর্নায় বিজেপি

আলিপুর হাওয়া অফিস (Weather) সুত্রে খবর, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নয়া মাসের প্রথম দিনই সকালে চোখে পড়েছে মেঘলা আকাশ। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। আগামী ২৪ ঘণ্টায় পাহাড়ের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হবে। আবহাওয়াবিদেরা বলছেন, বৃষ্টি অক্ষরেখা বালুরঘাটের ওপর দিয়ে গেছে। এর জেরেই বৃষ্টি বাড়বে পাহাড়ে।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি, ভারী-অতিভারী বৃষ্টি কোন কোন জেলায় দেখুন
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি, ভারী-অতিভারী বৃষ্টি কোন কোন জেলায় দেখুন

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলেই জানানো হয়েছে। দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চল। ফলে তাপমাত্রাও কমতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে থাকায় গুমোট গরম থাকবে।

সোমবার বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। আগামী তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোচবিহার, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলাতে আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি, ভারী-অতিভারী বৃষ্টি কোন কোন জেলায় দেখুন

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি, ভারী-অতিভারী বৃষ্টি কোন কোন জেলায় দেখুন
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি, ভারী-অতিভারী বৃষ্টি কোন কোন জেলায় দেখুন

জুলাই-আগস্টে সাধারণত বৃষ্টির দাপট অনেকটাই বেশি থাকে। কিন্তু এবার সেই বৃষ্টির পরিমাণই কম। হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সহ উত্তর ২৪ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গতকাল কলকাতা সহ সংলগ্ন এলাকায় তুমুল বৃষ্টি হয়েছে। জলে থৈ থৈ ছিল শহরের বেশ কিছু এলাকা। একটানা বৃষ্টিতে জল জমে যায় সুকিয়া স্ট্রিট, চিত্তরঞ্জন অ্য়াভিনিউতে। যানজটে ভোগান্তি বাড়ে।