US President: ফের করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ফের করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ফের করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

নজরবন্দি ব্যুরোঃ এক সপ্তাহও হয়নি করোনামুক্ত হয়েছিলেন, ফের করোনা আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন তিনি। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, আপাতত হোম আইসোলেশনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকালে মার্কিন প্রেসিডেন্টের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়।

আরও পড়ুনঃ জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে দল ঘোষণা ভারতের, দলে নেই রোহিত, বিরাট, পন্থরা

তাতেই দেখা যায়, তাঁর শরীরে ফের থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস । যদিও নতুন করে চিকিৎসার প্রয়োজন নেই বলেই জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও কোননর। তিনি আরও জানিয়েছেন, “প্রেসিডেন্টের শরীরে কোনও উপসর্গ নেই। সুস্থই আছেন তিনি।”

ফের করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

তবে আপাতত ৫ দিন আইসোলেশনে থাকতে হবে তাঁকে। উল্লেখ্য, করোনা মুক্তির পরই নিয়ম মেনে রোজ অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছিল বাইডেনের। সেই পরীক্ষাতেই পজিটিভ আসেন তিনি। জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের কোনও রকম করোনার উপসর্গ দেখা যায়নি এবং তিনি সুস্থই রয়েছেন।

8 24

ফের করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

বর্তমানে তাঁর আলাদাভাবে করোনার জন্য কোনও চিকিৎসার প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে চিকিৎসকদের তরফে। উল্লেখ্য, গত ২১ জুলাই প্রথমবার করোনা আক্রান্ত হন জো বাইডেন। সেই সময় তাঁর মৃদু উপসর্গ ছিল। তবে বয়সজনিত কারণে চিকিৎসকদের কড়া নজরদারিতে রাখা হয়েছিল প্রেসিডেন্টকে।