নজরবন্দি ব্যুরোঃ আজ তিনি জীবিত থাকলে, ৩৭ বছরে পা দিতেন। কিন্তু তিনি নেই। তাঁকে ছাড়াই তাঁর জন্মদিন পালিত হচ্ছে। আজও তাঁর চলে যাওয়া মেনে নিতে পারেননি তাঁর পরিজন, বন্ধু এবং অসংখ্য অনুরাগী-ভক্ত। তিনি অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মাত্র ৩৪ বছর বয়সেই প্রয়াত হন তিনি।
আরও পড়ুনঃ আজ সিরিজ জিততে কার উপর ভরসা রোহিতের, শার্দূল নাকি উমরান?
২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে তাঁর ফ্ল্যাটেই অভিনেতাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আজও তা সকলের কাছে দুঃস্বপ্নের মতোই। আজ তাঁর ৩৭ তম জন্মবার্ষিকীতে সুশান্তের দিদি শ্বেতা সিংহ কীর্তি লিখলেন, ‘‘শুভ জন্মদিন আমার ছোট্ট মিষ্টি ভাইটিকে। তুমি যেখানেই থাকো না কেন, ভাল থাকো। আনন্দে থাকো। তোমায় খুব ভালবাসি।’’

শ্বেতা আরও যোগ করেন, ‘‘মাঝে মাঝে মনে হয় তুমি আকাশ থেকে এক বার নীচে তাকিয়ে দেখো, তোমার জাদুতে আচ্ছন্ন সবাই। তুমি কত জনের মনে বিরাজ করো।’’ প্রসঙ্গত, তাঁর মৃত্যু নিয়ে একাধিক তর্ক-বিতর্ক, মামলা, গ্রেফতার, অনেক জলঘোলা হলেও, ফেরান যায়নি বছর ৩৪-এর তরুণ একাধিক গুণের অধিকারী অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে।
আজ সুশান্তের ৩৭ তম জন্মবার্ষিকী, তাঁকে ছাড়াই পালিত হচ্ছে তাঁর জন্মদিন
সুশান্তের মৃত্যু আজও বিতর্কের মোড়কে মোড়া। জার কোনও উত্তর আজও অজানা। তাঁর মৃত্যু আজও একাধিক প্রশ্নে জর্জরিত। যার কোনও সদুত্তর মেলেনি আজও। ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ থেকে শুরু করে ‘কাই পো চে’, ‘রাবতা’, ‘ছিঁছোড়ে’ একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সুশান্ত। তাঁর শেষ ছবি ‘দিল বেচারা’।