নজরবন্দি ব্যুরো: দুর্নীতিতে শোরগোল রাজ্য-রাজনীতিতে! একের পর এক হেভিওয়েট নেতার নাম জড়িয়েছে। পাশাপাশি গরুপাচার থেকে শুরু করে কয়লাপাচার! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে শাসক দলের নেতারা! সব মিলিয়ে পঞ্চায়েতের আগেই অস্বস্তিতে ঘাসফুল শিবির। এহেন পরিস্থিতিতে বুধবার তলব করা হলেও ফের একবার হাজিরা এড়ালেন আইনমন্ত্রী মলয় ঘটক। যদিওবা আইনমন্ত্রীর আইনজীবী সমস্ত নথি নিয়ে পৌঁছে গিয়েছেন ইডির দফতরের।
আরও পড়ুন:ফের সপ্তাহান্তে বদল আসবে আবহাওয়াতে, শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
সূত্রের খবর, কয়লাকাণ্ডে বুধবার আইনজীবীকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু এদিন সময় পেরিয়ে গেলেও তিনি ইডির দফতরে হাজির হননি। বরং আইনজীবীর মারফত তিনি আরও একবার সময় চেয়ে নেন। আরও জানা যাচ্ছে, ইডির আধিকারিকদের পক্ষ থেকে মলয় ঘটকের কাছ থেকে বেশকিছু নথি চাওয়া হয়েছিল। এদিন সেই সমস্ত নথি নিয়েই আইনমন্ত্রীর আইনজীবী পৌঁছে যান ইডির অফিসে।
ইডি সূত্রের খবর, এদিন কয়লাপাচার কাণ্ডে অন্যতম তদন্তকারী অফিসার পঙ্কজ কুমার সিং এর সঙ্গে কথা বলবেন মন্ত্রীর আইনজীবী। কিন্তু কেন আজকের এই হাজিরা মলয় ঘটক এড়িয়ে গেলেন, সেই বিষয়ে তিনি কিছুই বলতে রাজি হননি। এর আগেও চলতি মাসের ২৩ তারিখ মলয় ঘটকের আপ্তসহায়ক শঙ্কর চক্রবর্তীকে তলব করেছিল ইডি। কিন্তু তিনিও সেই হাজিরা এড়িয়ে যান। এরপরেই ফের একবার মলয়কে তলব করে ইডি।
কয়লাকাণ্ডে ফের হাজিরা এড়ালেন Moloy Ghatak, শুরু জল্পনা!

একাধিকবার তলব করা হলেও মাত্র ১দিনই দিল্লির অফিসে হাজিরা দিয়েছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। শুধু তাই নয়, এর আগে মন্ত্রীর বাড়িতে তল্লাশিও চালান তদন্তকারী আধিকারিকরা। আর সেই তল্লাশিতে বেশ কিছু নথিও পেয়েছিলেন তাঁরা। এরপরে মলয়ের কলকাতার বাড়িতে গিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন আধিকারিকরা। কিন্তু এবার ফের হাজিরা এড়ানোর ফলে আরও কি কি জটিলতা বাড়তে চলছে আইনমন্ত্রীর? শুরু হয়েছে জল্পনা!