ফের সপ্তাহান্তে বদল আসবে আবহাওয়াতে, শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ফের সপ্তাহান্তে বদল আসবে আবহাওয়াতে, শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
weathet update of west bengal and kolkata

নজরবন্দি ব্যুরো: সপ্তাহান্তে ফের শহরে দুর্যোগ! বদলে যেতে পারে আবহাওয়া। শুক্রবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। অর্থাৎ রোদের প্রখর তাপের হাত থেকে রেখাই পাবেন রাজ্যবাসী। তবে বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও। তবে আজও কি বৃষ্টির সম্ভাবনা আছে বঙ্গে? আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবারও ভারী ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: এই ফলের রসেই তরতাজা থাকবে ত্বক, ফিরবে গ্ল্যামার, জানুন কিভাবে

ফের সপ্তাহান্তে বদল আসবে আবহাওয়াতে, শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

প্রসঙ্গত, মার্চের শুরুতেই চড়চড়িয়ে বেড়েছিল তাপমাত্রা। সকাল থেকে তাপমাত্রা সামান্য কম থাকলেও সেটা বেলা বাড়তেই চড়চড়িয়ে বাড়ছিল। আর রোদের তাপে নাজেহাল অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। কিন্তু মাসের শেষের দিকে আচমকা পরিবর্তন আসে আবহাওয়াতে। তাপমাত্রা কমার পাশাপাশি কমে রোদের তাপও। চলতি সপ্তাহের শুরুতেও একাধিক জেলার ভারী বৃষ্টির দেখা মিলেছিল।

ফের সপ্তাহান্তে বদল আসবে আবহাওয়াতে, শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যদিও টানা ঝড়-বৃষ্টির পরে হাওয়া অফিস জানিয়েছিল, আজ অর্থাৎ বুধবার থেকে আবহাওয়াতে উন্নতি আসবে। ‘কিন্তু ফের সপ্তাহান্তে ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলেই জানাল হাওয়া অফিস। আজ, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে আজও কলকাতায় বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফের সপ্তাহান্তে বদল আসবে আবহাওয়াতে, রাজ্যের একাধিক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা!

ফের সপ্তাহান্তে বদল আসবে আবহাওয়াতে, শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ফের সপ্তাহান্তে বদল আসবে আবহাওয়াতে, রাজ্যের একাধিক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা!

অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বুধবার উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর-দক্ষিণ দিনাজপুর ও মালদহের আবহাওয়া শুষ্ক থাকবে।