নজরবন্দি ব্যুরো: আজকালকার দিনে ব্যস্ত সিডিউলে আমরা নিজেদের যত্ন নিতে ভুলেই যাই। বিশেষ করে ত্বকের যত্ন নেওয়ার জন্য পর্যাপ্ত সময় আমাদের কাছে থাকে না। আর যখন সেই পর্যাপ্ত সময় পাই তখন আমরা কত কিছু না করি। ফেসওয়াশ থেকে শুরু করে ঘরোয়া টোটকা, ফেশিয়াল.. সব কিছুই ট্রাই করি আমরা। কিন্তু আজকাল কার দিনে প্রায় সবেতেই ভেজাল মেশানো। তাই এত কিছু করার পরেও ত্বক ভালো হওয়ার জায়গায় আরও খারাপ হয়ে যায়।
আরও পড়ুন:“আমার বাবার টাকায় আমি গাড়ি কিনেছি, তাতে কার কি”, Satarup Ghosh-র নিশানায় কুণাল ঘোষ
তবে আপনি যদি প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন তাহলে ত্বক রুক্ষ্ম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। বরং আরও ভালো ও তরতাজা হয়ে উঠে। কিন্তু প্রাকৃতিক উপাদান বলতে আপনি আপনার ত্বকের যত্ন নিতে কি ব্যবহার করবেন? ভেবে দেখেছেন কখনও? আপনি আপনার ত্বকের গ্লো বাড়াতে, কিংবা ত্বককে তরতাজা রাখতে ব্যবহার করতে পারেন ফলের রস। আজ্ঞে হ্যাঁ, ফলের রসের মাধ্যমেই আপনার ত্বক ভালো ও তরতাজা হয়ে উঠবে।
আমরা সকলেই জানি পাতি লেবুর কত উপকারিতা। খাবার হজম করার থেকে শুরু করের আমাদের সারাদিনে বহু ভাবে ব্যবহৃত হয়ে থাকে এই পাতি লেবু। আর এই ফলের মাধ্যমেই এই বার আপনি আপনা ত্বকের যত্ন নিয়ে পারবেন! জানুন কিভাবে….
এই ফলের রসেই তরতাজা থাকবে ত্বক, জানুন কিভাবে….

পাতিলেবু রূপচর্চায় ব্যবহার করতে পারবেন। পাতিলেবুর রস মুখের জন্য খুব ভাল। তাছাড়াও এই লেবুর রস প্রতিদিন বেসনের সঙ্গে মিশিয়ে মাখতে পারলে আপনার মুখের গ্লো ফিরবে। অনেকেই শরীরের বাড়তি ওজন কমানোর জন্যও প্রতিদিন সকালে লেবুর জল খেয়ে থাকে।