নজরবন্দি ব্যুরো: “আমার বাবার টাকা! আমার বাবা ওই টাকায় কাকে গাড়ি কিনে দেবে সেটা আমার বাবা বুঝবে! আমাকে গাড়ি কিনে দিলে কার বাবার কি?” ঠিক এমনভাবেই তৃনমূলের মুখ্যপাত্র কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা বিস্ফোরক উত্তর দিলেন বাম নেতা শতরূপ ঘোষ। আর বাম নেতার এহেন মন্তব্যের জেরে শোরগোল ছড়িয়েছে।’
আরও পড়ুন: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! শিয়ালদহে বি আর সিং হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েতের আগেই একাধিক দুর্নীতিতে উত্তপ্ত রাজ্য-রাজনীতি! দুর্নীতির জেরে বিরোধীদল গুলি ক্ষোভের মুখে পড়ছে শাসক দল। একের পর এক হেভিওয়েট নেতাদের নাম জড়িয়েছে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে পঞ্চায়েতের আগেই রীতিমত অস্বস্তিতে রয়েছে তৃণমূল। কিন্তু এই অস্বস্তির মধ্যেও বিরোধী শিবির গুলির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে শাসক দলের নেতৃত্বরা। তবে শাসক দলের নেতাদের মন্তব্যের পাল্টা জবাব দিতেও ছারছেন না বিরোধী দলনেতার। আর যার ফলে রাজনৈতিক মহলে সর্বদাই বজায় থাকছে শোরগোল!
জানা গিয়েছে, মঙ্গলবার, সাংবাদিক সম্মেলন করেন সিপিএইএম নেতা শতরূপ ঘোষ। আর এই সাংবাদিক সম্মেলনেই তৃনমূলের মুখ্যপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। এদিন বাম নেতা বলে, “আমার বাবা তাঁর ফিক্সড ডিপোজিট ভেঙে আমাকে সেই টাকায় গাড়ি কিনে দেয়। সেই সব কিছুর রসিদ আমার কাছে আছে। আমাকে এমন দিন দেখতে হবে তা আমি কখনই ভাবিনি। শেষমেস কি না জেল খাটা কুণালের কথার উত্তর দিতে হচ্ছে! উনি যে প্রশ্ন করেছে, আমি সেই শতরূপ কি না? আমি বলছি, হ্যাঁ আমি সেই শতরূপ! আপনাকে অন্তত আমাকে নিয়ে ভাবতে হবে না।”
“আমার বাবার টাকায় আমি গাড়ি কিনেছি, তাতে কার কি”, বিস্ফোরক শতরূপ

প্রসঙ্গত, বেশ কয়েক আগে তৃণমূলের মুখ্যপাত্র কুণাল ঘোষ অভিযোগ করে বলেছিলেন, “২০২১ নির্বাচনী হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ টাকা। দলের হোলটাইমার হয়ে কিভাবে শতরূপ এককালীন ২২ লক্ষ টাকা দিয়ে নতুন গাড়ি কিনল? এই বিপুল অঙ্কের টাকা উনি পেলেন কোথা থেকে?” রীতিমত বামনেতা নিশানা করে ট্যুইট করেছিলেম কুণাল ঘোষ।