নজরবন্দি ব্যুরো: আজকাল কার দিনে ব্যস্ত শিডিউলের জন্য আমাদের জীবনযাত্রায় একাধিক সমস্যা দেখা দেয়। সময় মত খাবার খাওয়া হোক বা শরীরের যত্ন নেওয়া, কোনওটাই কাজের চাপে ঠিক মত করতে পারি না আমরা। নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও সঠিক জীবনযাপনের পাশাপাশি জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাসের জন্য আমরা আমাদের শরীর ভালো রাখতে পারি। যার দরুন আমাদের শরীরে একাধিক সমস্যার সৃষ্টি হয়। আর এদের মধ্যে অন্যতম হল শরীরের বাড়তি মেদ জমা বা ভুঁড়ি।
আরও পড়ুন: আখের রসেই কমবে ডায়াবেটিস, জানুন আর কী কী রোগের দাওয়াই এই পানীয়?
এখনকার দিনে মানুষ নিজেকে সুন্দর ও সুস্থ রাখতে কত কি বনা চেষ্টা করে। কিন্তু কিছুতেই সফল হয় না। যোগব্যায়াম থেকে শুরু করে ডায়েট প্ল্যান তৈরি করা পর্যন্ত সব কিছুই হার মেনে যায়। তবে এবার থেকে আর শরীরের বাড়তি মেদ জমা বা ভুঁড়ি কমানোর জন্য আর কষ্ট করতে হবে না। খুব সহজেই কমাতে পারবেন ওজন। শুধু খাদ্য তালিকায় যোগ করুন এই পানীয় গুলি। জেনে নিন কোন পানীয় গুলি খাবেন…

১, প্রতিদিন আপনি ফল খেতেই পারেন। তবে ফলের পরিবর্তে যদি আপনি ফলের রস খান। তাহলে এটি আপনার ওজন কমাতে সাহায্য করবে। পাশাপাশি ফলের রস ত্বকের জন্য খুবই ভালো। এছাড়াও ওজন কমাতে শরীরে দুধ অবশ্যই প্রয়োজন। প্রতিদিনের ব্যবহারে লো ফ্যাট দুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
মাত্র কয়েকদিনেই কমবে বাড়তি ওজন, এই পানীয় গুলির সাহায্যেই মিলবে প্রতিকার
২, আপনি যদি চা প্রেমিক হন তো হার্বাল চা খান। এই চা ওজন নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক। তবে ওজন কমাতে মদ ও মদজাতীয় পানীয় কম খাওয়াই ভাল হয়। এই সব খেলে শরীরে বহু পরিমাণে ক্যালোরি যায়। যার ফলে ওজন বাড়তে পারে।