আখের রসেই কমবে ডায়াবেটিস, জানুন আর কী কী রোগের দাওয়াই এই পানীয়?
Sugarcane juice will reduce diabetes

নজরবন্দি ব্যুরোঃ গরমকালে আখের রসের জুড়ি মেলা ভার। শুধু গরমকাল নয় এখন সব মরশুমেই আখের রস খায় মানুষ। কারন আখের রসের রয়েছে অনেক পুষ্টিগুণ। অনেকে গরমে ক্লান্ত হয়ে পড়লে শরীরে শক্তির জোগান দেওয়ার জন্য আখের রস খান। তবে কি জানেন? শুধুমাত্র শরীরে শক্তির জোগান দেয় তা নয়, এই আখের রস ডায়াবেটিসের মত রোগ সারিয়ে তোলে।

আরও পড়ুনঃ তাজা ফল দিয়েই বানিয়ে ফেলুন ড্রাই ফ্রুটস, দেখুন রেসিপি

কারন আখের রসে রয়েছে প্রচুর পরিমানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, আয়রন, এবং ফসফরাসসহ আরও বহু উপাদান। এছাড়াও আখের রসে থাকে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট যা ইমিউন সিস্টেম বাঁচায়। এছাড়াও জন্ডিসে ওষুধের মত কাজ করে আখের রস। এই রোগ হলে রোগ সকাল বিকেল আখের রস খাবেন?

Sugarcane Juice: আখের রসেই কমবে ডায়াবেটিস, জানুন আর কী কী রোগের দাওয়াই এই পানীয়?

এমনকি আখের রস কে অনেকে প্রাকৃতিক মিনারেল ওয়াটারও বলে। এমনকি ত্বকের জন্যও আখের রস খুব ভালো। এমনকি যারা ব্রনের সমস্যায় ভোগেন তাদের জন্যও এই রস খুব উপকারী। এমনকি আপনারা মুখে আখের রস মেখে রুপ চর্চাও করতে পারেন। এমনকি বলিরেখা মেটাতেও সাহায্য করে আখের রস।

আখের রসেই কমবে ডায়াবেটিস, ভালো হবে স্কিনও 

Sugarcane Juice: আখের রসেই কমবে ডায়াবেটিস, জানুন আর কী কী রোগের দাওয়াই এই পানীয়?

এমনকি যাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশী। তাদের আখের রসের মাধ্যমে ওজন নিয়ন্ত্রনে থাকে। এমনকি ক্যান্সারের মত মারণ রোগ নিবারণেও সাহায্য করে আখের রস। কারন আখের রসের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সক্ষম।