নজরবন্দি ব্যুরো: অর্থনৈতিক বাধ্যবাধকতা, উন্নতমানের সাজসজ্জা, মঞ্চসজ্জা এবং বহুল প্রচার না থাকলেও শুধুমাত্র নাটকের প্রতি ভালোবাসা, অদম্য ইচ্ছেশক্তি ও অধ্যাবসায়ের দ্বারা যে ভালো নাটক দর্শকদের উপহার দেওয়া যায় তা প্রমাণ করল বরানগর ‘অ্যাক্টিভ থিয়েটার’। গতকাল বৃহস্পতিবার বরানগর রবীন্দ্র সদন মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল বরানগর ‘এবং’ আয়োজিত একদিনের নাট্যোৎসব।
আরও পড়ুন: ED র্যাডারে বলিউড তারকারা, টাইগার শ্রফ, সানি লিওনি সহ নাম জড়াল আরও ১৪ জনের
তিনটি নাটক নিয়ে এই উৎসবের শেষ নাটক ছিল ‘ভন্ড’। নাটকটি লিখেছেন সুব্রত কাঞ্জিলাল, পরিচালনা করেছেন অলোক বিশ্বাস। নাটকের বিষয়বস্তু ছিল জনৈক প্রখ্যাত সাহিত্যিক যাকে তাঁর উপন্যাসের জন্য অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল। আসলে সেই মানুষটি ব্যক্তিগত জীবনে কত বড় ক্রিমিনাল ছিলেন এবং তিনি কিভাবে ‘অ্যাকাডেমি’ পুরস্কার অর্জন করলেন এই নাটকের তার ময়নাতদন্ত করা হয়েছে।

এই নাটকে দেখা যাবে প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীদের একাংশের মানবতা বিরোধী ভূমিকা। ভন্ড নাটকটি প্রযোজনা করেছে ‘অ্যাক্টিভ থিয়েটার বরানগর’। আবহ নির্মাণ ও প্রক্ষেপণে আছেন সুরজিৎ শর্মা ও চন্দন। মঞ্চ উপকরণ ও নির্মাণে গদাই ও অলোক বিশ্বাস। অভিনেতাদের সাজিয়েছেন নির্মল চক্রবর্তী।
আলো অরূপ ব্যানার্জী। এই নাটকের বেশিরভাগ শিল্পীরাই মঞ্চ তথা নাট্যজগতে সেভাবে পরিচিত মুখ নন। তবুও তাঁদের মঞ্চে ঘোরাফেরা, সংলাপ বলা এবং অভিনয় ক্ষমতা দর্শকদের মন জয় করেছে।
অ্যাক্টিভ থিয়েটার বরানগর আয়োজিত নাটক ‘ভন্ড’, অনুপ্রেরণা জোগাবে বহু নাট্যদলকে
‘ভন্ড’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নির্মল চক্রবর্তী, মুনমুন পাঠক, অলোক বিশ্বাস, অলক দাশগুপ্ত, প্রবীর চট্টোপাধ্যায়, প্রবীর মৈত্র এবং অতনু সরকার। ‘অ্যাক্টিভ থিয়েটার বরানগর’-এর এই উদ্যোগ আগামীদিনের বহু ছোট নাট্যদলকে অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছেন নাট্য সমালোচকরা।