ED র‌্যাডারে বলিউড তারকারা, টাইগার শ্রফ, সানি লিওনি সহ নাম জড়াল আরও ১৪ জনের
14 bollywood actor in ed's raddar

নজরবন্দি ব্যুরোঃ এবার প্রতারণার চক্রে নাম জড়াল বলিউড তারকাদের। ED র‌্যাডারে বলিউড তারকারা। সেই তালিকায় নাম রয়েছে টাইগার শ্রফ, সানি লিওনি, নেহা কক্কর, রাহাত ফতেহ আলি খানসহ আরও ১৪জনের। বিশাল দাদলানি, আতিফ আসলাম, ভারতী সিং, নুসরত ভারুচা বহু তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা রয়েছে সেই তালিকায়।

আরও পড়ুনঃ TRP-তে কোথায় ফুলকি-দীপা? একসঙ্গে ষষ্ঠ স্থানে তিনটি সিরিয়াল

সম্প্রতি ইডি-র হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ‘মহাদেব বেটিং অ্যাপ’ প্রতারনায় নাম জড়িয়েছে তাদের। এই প্রতারক সংস্থার মালিক রবি উপ্পল, সৌরভ চন্দ্রাকর। এখনও পর্যন্ত তাদের নাগাল পাওয়া যায়নি। তবে ED তাদের তল্লাশি অভিজান চালাচ্ছে।

Bollywood: ED র‌্যাডারে বলিউড তারকারা, টাইগার শ্রফ, সানি লিওনি সহ নাম জড়াল আরও ১৪ জনের

তবে এই তল্লাশির গভীরতা যতই বাড়ছে ততই জোরাল হচ্ছে বলিউড যোগ। এই দুর্নীতিতে শুধু বলিউড অভিনেতাদের নাম নয়, উঠে আসছে একাধিক বলিউড গায়ক গায়িকাদের নামও। এখনও পর্যন্ত মোট ১৪ জনের নাম সামনে এসেছে। তবে ইডি সুত্রে দাবী তল্লাশি অভিজান আরও এগোলে আরও বেশ কিছু নাম এগিয়ে আসতে পারে।

ED র‌্যাডারে বলিউড তারকারা, কার কার নাম জড়াল ?

Bollywood: ED র‌্যাডারে বলিউড তারকারা, টাইগার শ্রফ, সানি লিওনি সহ নাম জড়াল আরও ১৪ জনের

ইডির একটি রিপোর্ট অনুসারে এই সংস্থা অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে বাজার থেকে প্রচুর পরিমানে টাকা লুটেছে। যার মধ্যে থেকে বেশ কিছু লভ্যাংশ বিভিন্ন অভিনেতা এবং সরকারি আধিকারিকদের ঘরে ঢুকেছে। এখনও অবধি তল্লাশি অভিযানে তাদের ঘর থেকে উদ্ধার করা হয়েছে ৪১৭ কোটি টাকা, সোনার বাট, গয়না।