TRP-তে কোথায় ফুলকি-দীপা? একসঙ্গে ষষ্ঠ স্থানে তিনটি সিরিয়াল
Where is Fulki-Deepa in TRP?

নজরবন্দি ব্যুরোঃ ফের সামনে এসে গেল TRP তালিকা। আবারও জানতে পারবেন আপনার পছন্দের কোন কোন ধারাবাহিক কোন কোন স্থানে রয়েছে। এই সপ্তাহে জ্যাসকে হারিয়ে প্রথম স্থান দখল করে নিল সূর্য-দীপা। এই সপ্তাহে TRP তালিকায় বেশ হের ফের হয়েছে। ফলে সকলের স্থানই কিছুটা ওলটপালট হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাঘব-পরিণীতি, মেনুতে কী কী থাকছে?

এই সপ্তাহেও প্রথম তিনে জায়গা পেল না জ্যাস-স্বয়ংভু। বাকি অন্য সমস্ত ধারাবাহিকদের স্থান এবং নম্বরেরও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। সৃজন-পর্ণার মনোমালিন্য দর্শকদের মনে ধরেছে। তাদের নম্বর বেড়েছে কিছুটা। অন্যদিকে নতুন ধারাবাহিক ফুলকিরও নম্বর বেশ খানিকটা বেড়েছে।

Bengali serial: TRP-তে কোথায় ফুলকি-দীপা? একসঙ্গে ষষ্ঠ স্থানে তিনটি সিরিয়াল

এক ঝলকে দেখে নিন কে কোন স্থানে রয়েছে?
এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁওয়া। তাদের প্রাপ্ত নম্বর ৮.৮। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি তাদের প্রাপ্ত নম্বর ৮.৩। ৮.২ নম্বর পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে নিম ফুলের মধু।

TRP-তে কোথায় ফুলকি-দীপা? এক ঝলকে দেখে নিন সেই তালিকা

TRP-তে কোথায় ফুলকি-দীপা? এক ঝলকে দেখে নিন সেই তালিকা
TRP-তে কোথায় ফুলকি-দীপা? এক ঝলকে দেখে নিন সেই তালিকা

অন্যদিকে চতুর্থ স্থানে জায়গা পেল জগদ্ধাত্রী। তাদের প্রাপ্ত নম্বর ৮.০। অন্যদিকে পঞ্ছম স্থানে রয়েছে রাঙা বউ। তার প্রাপ্ত নম্বর ৭.৫। তবে এই সপ্তাহে আশ্চর্যজনকভাবে ষষ্ঠ স্থানে রয়েছে তিন তিনটি ধারাবাহিক। সেই তালিকায় রয়েছে সন্ধ্যাতারা, হরগৌরী পাইস হোটেল আর কার কাছে কই মনের কথা। তাদের সকলেরই প্রাপ্ত নম্বর ৬.৭। সপ্তম স্থানে রয়েছে খেলনা বাড়ি। প্রাপ্ত নম্বর ৬.৪। এবং এই সপ্তাহে অষ্টম স্থানে রয়েছে খেলনা বাড়ি। তাদের প্রাপ্ত নম্বর ৬.৪। এবং নবম এবং দশম স্থানে রয়েছে তুঁতে এবং বাংলা মিডিয়াম