Jahangirpuri: জাহাঙ্গীরপুরিতে উচ্ছেদ অভিযান এখনই নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ স্থানীয় প্রশাসনের কাছে চিঠি দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল জাহাঙ্গীরপুরিতে উচ্ছেদ অভিযান এখনই নয়। সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে নির্দেশ না মেলা অবধি উচ্ছেদ অভিযান চলতে থাকবে। একইসঙ্গে আদালতের ত্যরফে বলে হয়েছে, আদালতের নির্দেশের পরেও কেন উচ্ছেদ অভিযান চলছিল, সেবিষয়েও খতিয়ে দেখা হবে।

আরও পড়ুনঃ Jahangirpuri violence: দলনেত্রীর নির্দেশ, জাহাঙ্গীরপুরী যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

এদিন আদালতের তরফে বলা হয়েছে, নির্দিষ্ট ব্যক্তিদের বাছাই করে তাঁদের উচ্ছেদের কাজ চালানো হয়েছে। এদিন মামলাকারীদের পক্ষে আইনজীবী দুষ্যন্ত দাভে বলেন, বিজেপি সভাপতির তরফে পুরসভাকে চিঠি দেওয়ার পরেই এই অভিযান চালানো হয়েছে।

Demolition drive stops in Jahangirpuri after SC intervention, hearing  tomorrow | Top points - India News

উল্লেখ্য, শনিবার হনুমান জয়ন্তীর দিন দিল্লির জাহাঙ্গিরপুরীতে তুমুল বাঁধে। একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকা। ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর থেকে গুলি পর্যন্ত চালানো হয়। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে। তাঁদের একজনের নাম মহম্মদ আনসার। ঘটনায় অভিযুক্ত আনসার, সালিম, ইমাম শেখ, দিলসাদ ও আহিরের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে আমলা দায়ের করা হয়।

জাহাঙ্গীরপুরীর ঘটনার পরেই বিজেপির রাজ্য সভাপতি অধেশ গুপ্তা চিঠি দিয়ে জানান ওই জায়গায় বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন অভিযুক্তরা। এরপরেই বিজেপির পরিচালিত উত্তর দিল্লির পুরসভার তরফে ভাঙার কাজ শুরু হয়। এমনকি পুলিশের সাহায্য নেয় পুরসভা। প্রায় ৪০০ পুলিশ অফিসার চাওয়া হয়।

জাহাঙ্গীরপুরিতে উচ্ছেদ অভিযান এখনই নয়, জানাল সুপ্রিম কোর্ট 

জাহাঙ্গীরপুরিতে উচ্ছেদ অভিযান এখনই নয়, জানাল সুপ্রিম কোর্ট 
জাহাঙ্গীরপুরিতে উচ্ছেদ অভিযান এখনই নয়, জানাল সুপ্রিম কোর্ট 

এরপরেই বেআইনি নির্মাণ ভাঙার কাজে নামে পুরসভা। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি করা হয়। আদালতের নির্দেশনামা নিয়ে উপস্থিত সিপি(আই)এম নেত্রী বৃন্দা কারাত। প্রায় দু’ঘন্টা ধরে চলে উত্তেজনা।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...