Anubrata Mondal: ইডির হাজিরা দিতে পারছেন না অনুব্রত কন্যা, জানালেন চিঠি দিয়ে
Sukanya Mondal said will not attain ED Interrogation

নজরবন্দি ব্যুরোঃ গতকাল গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করেছে ইডি। এরপরেই ইডির হাজিরা দিতে পারছেন না অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। সুকন্যার ঘনিষ্ঠ সূত্রে খবর, ইতিমধ্যেই আইনজীবী মারফত ইডি আধিকারিকদের কাছে এই কথা জানিয়েছেন সুকন্যা। ইডির তরফে কী প্রতিক্রিয়া আসে সেটা দেখার।

আরও পড়ুনঃ আইনজীবীর ভূমিকায় আদালতে যাওয়ার ইচ্ছা প্রকাশ, বিকাশবাবুদের কোর্টেই জবাব দেবেন মমতা?

এর আগে গরু পাচার মামলায় সুকন্যাকে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়। সেবার হাজ্রা দিয়ে ইডিকে সুকন্যা জানিয়েছিলেন, তাঁর এই বিপুল সম্পত্তি সম্পর্কে তিনি কিছু জানেন না। তাঁর বাব সবটা জানেন। ইডি সূত্রে খবর, তাই সুকন্যার সঙ্গে অনুব্রত মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা।

Sukanya Mondal: ইডির হাজিরা দিতে পারছেন না অনুব্রত কন্যা, জানালেন চিঠি দিয়ে
ইডির হাজিরা দিতে পারছেন না অনুব্রত কন্যা, জানালেন ইডিকে

মঙ্গলবার অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষককে একটানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে ইডি। অভিযোগ, তদন্তে অসহযোগীতা করছেন মণীশ। অনুব্রত মণ্ডলের সম্পত্তি সম্পর্কিত একাধিক তথ্য গোপন করা হচ্ছে বলেও অভিযোগ তোলে ইডি। ফলত বিরাট চাপের মুখে তৃণমূল নেতার ঘনিষ্ঠতা।

এই মুহুর্তে ইডি হেফাজতে রয়েছে কেষ্ট। দিল্লিতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামী কয়েকদিনে কেষ্ট ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের তলব করা হয়েছে। এর মধ্যে রয়েছে, সুকন্যার গাড়িচালক তুফান মির্ধা, অনুব্রত ঘনিষ্ঠ কৃপাময় ঘোষ, অনুব্রতর বাড়ির পরিচারক বিজয় রজক-ও রয়েছেন। এ ছাড়া অনুব্রতর সহায়ক অর্ক দত্ত, অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান শুভঙ্কর সাধু, অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়, অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূলকর্মী তাপস মণ্ডল-সহ আরও বেশ কয়েক জন রয়েছেন। এমনটাই ইডি সূত্রে খবর।

ইডির হাজিরা দিতে পারছেন না অনুব্রত কন্যা, জানালেন ইডিকে

Sukanya Mondal: ইডির হাজিরা দিতে পারছেন না অনুব্রত কন্যা, জানালেন চিঠি দিয়ে
ইডির হাজিরা দিতে পারছেন না অনুব্রত কন্যা, জানালেন ইডিকে

তদন্তকারীরা মনে করছেন, গরু পাচারের টাকা শুধুমাত্র অনুব্রত নয়, আরও কোনও এক প্রভাবশালীর কাছে গেছে। সেই নামটাও বার করতে চাইছেন তাঁরা। কিন্তু এ দিন, নিজের আইনজীবী মারফত সুকন্যা মণ্ডল জানান হাজিরা দিতে তিনি যাচ্ছেন না দিল্লিতে। জরুরি ভিত্তিতে তাঁর কোনও কাজ রয়েছে যা তিনি এড়াতে পারবেন না সেই কারণেই দিল্লি যাওয়া স্থগিত রেখেছেন এ দিন।