আইনজীবীর ভূমিকায় আদালতে যাওয়ার ইচ্ছা প্রকাশ, বিকাশবাবুদের কোর্টেই জবাব দেবেন মমতা?

আইনজীবীর ভূমিকায় আদালতে যাওয়ার ইচ্ছা প্রকাশ, বিকাশবাবুদের কোর্টেই জবাব দেবেন মমতা?
আলিপুর জাজেস কোর্টে দাঁড়িয়েই বিনা পয়সায় মামলা লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ব্যুরোঃ গত বছরের ২৫ অগাস্ট রাজ্যের জনতা জানতে পেরেছিল মমতা বন্দোপাধ্যায় একজন আইনজীবীও বটে। সেদিন নব মহাকরণ ভবনের চাবি কলকাতা হাইকোর্টের হাতে তুলে দিয়েছিলেন তিনি। সেখানে বিচারপতি, বিচারক এবং আইজীবীদের সামনেই বিচারব্যবস্থার নিরপেক্ষতার পক্ষে সওয়াল করতে শোনা গিয়েছিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুনঃ ছাড়ুন নয়তো এমন একটা অর্ডার দিন যাতে আর ঘুম না ভাঙে, বিচারকের উদ্দেশ্যে মন্তব্য মানিকের  

সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমিও আইনজীবী। আমিও সিনিয়র বার কাউন্সিল মেম্বার। আমার কাছে কার্ড আছে। যে কোনও সময় প্রাকটিসের জন্য আমি কোর্টে আসতে পারি।” আর আজ সেই কথাই সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন আলিপুর জাজেস কোর্টে দাঁড়িয়েই বিনা পয়সায় মামলা লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেন তিনি।

আইনজীবীর ভূমিকায় আদালতে যাওয়ার ইচ্ছা প্রকাশ, বিকাশবাবুদের কোর্টেই জবাব দেবেন মমতা?
আইনজীবীর ভূমিকায় আদালতে যাওয়ার ইচ্ছা প্রকাশ, বিকাশবাবুদের কোর্টেই জবাব দেবেন মমতা?

জানা যাচ্ছে ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে আইনের ডিগ্রি লাভ করেন মমতা। একদা মানবাধিকার রক্ষার প্রয়োজনে ও ন্যায্য অধিকার আদায় করতে গায়ে কালো কোর্ট চাপিয়ে এজলাসে বিচারপতির সামনে বিবাদীপক্ষকে প্রশ্নবাণে বিদ্ধ করেছিলেন আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আবার সেই রূপে ফিরতে চান তিনি।

আইনজীবীর ভূমিকায় আদালতে যাওয়ার ইচ্ছা প্রকাশ, বিকাশবাবুদের কোর্টেই জবাব দেবেন মমতা?

একদিকে যখন তৃণমূলের হাফ ডজন নেতা জেল খাটছেন দুর্নীতির দায়ে, লাইনে আছেন আরও অনেকে তখনই মমতা বন্দোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন আলিপুর জর্জেস কোর্টে এক অনুষ্ঠানে গিয়ে নিয়োগ-দুর্নীতিকাণ্ডে হাজার-হাজার ছেলে-মেয়ের চাকরি বাতিল প্রসঙ্গে ক্ষোভ প্রকাশের পরই পুনরায় আইনজীবীর ভূমিকায় আদালতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

আইনজীবীর ভূমিকায় আদালতে যাওয়ার ইচ্ছা প্রকাশ, বিকাশবাবুদের কোর্টেই জবাব দেবেন মমতা?

আইনজীবীর ভূমিকায় আদালতে যাওয়ার ইচ্ছা প্রকাশ, বিকাশবাবুদের কোর্টেই জবাব দেবেন মমতা?

তিনি বলেন, “আমি মাঝমাঝে ভাবি নিজেই গিয়ে কোর্টে প্র্যাক্টিস করব। কিছু কিছু মামলা লিড করব। কারণ নিজে নিজের অন্তরের কথা বলতে পারব। একটা ব্রিফ করতে বলা, আরেকটা নিজে ব্রিফিং দেওয়া, নিজের অন্তর থেকে দেওয়া- দুটোর মধ্যে অনেক সামঞ্জস্য ব্যাহত হয়।” বিনা পয়সাতেই তিনি মামলা লড়বেন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মাঝেমধ্যে সুযোগ পেলে আমাকেও সুযোগ দেবেন। কথা দিচ্ছি, আমি মাইনে নেব না। আমি একটা পয়সা নেব না।”