রাত পোহালেই বাজবে সানাই, পরিণীতি-রাঘবের বিয়েতে কড়া নিয়মের তালিকায় কী কী রয়েছে?
strict rules list in Parineeti-Raghab's marriage

নজরবন্দি ব্যুরোঃ ২৩ সেপ্টেম্বর চার হাত এক হবে রাঘব-পরিণীতির। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিবাহ পূর্বের সমস্ত আচার আচরণ। দিল্লির বাড়িতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ আচার। আজ সকালেই দিল্লি থেকে উদয়পুরের উদ্দেশে রওনা দিয়েছে পরিণীতি ও রাঘব। তবে বিয়েতে কী কী কড়া নিয়ম থাকবে? জেনে নিন।

আরও পড়ুনঃ ক্ষতবিক্ষত মুখ, রুক্ষ চুল, প্রকাশ্যে ‘বাঘা যতীন’ এর নতুন লুক

আজ সকালে দিল্লি এয়ারপোর্ট পরিণীতি-রাঘবের জন্য সেজে উঠেছিল। ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। সেখানেই ফ্রেমবন্দি হয়েছিলেন তারা দুজনে বিয়ের আগের দিনই।

Parineeti-Raghav: রাত পোহালেই বাজবে সানাই, পরিণীতি-রাঘবের বিয়েতে কড়া নিয়মের তালিকায় কী কী রয়েছে?

তাদের বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য এবং তাদের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের জন্য উদয়পুরের মোট ১৫টি পয়েন্ট ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে অন্য রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে হচ্ছে। ফলে সাধারন মানুষদের বেশ সমস্যায় পরতে হচ্ছে।

রাত পোহালেই বাজবে সানাই, কাল পরিণীতি-রাঘবের বিয়ে

Parineeti-Raghav: রাত পোহালেই বাজবে সানাই, পরিণীতি-রাঘবের বিয়েতে কড়া নিয়মের তালিকায় কী কী রয়েছে?

আগামী কয়েকদিনের জন্য বন্ধ থাকবে এই রাস্তা। তবে শুধু রাস্তা নয় রাস্তার পাশাপাশি হোটেল চত্বরও ঘিরে ফেলা হয়েছে। হোটেলের নিরাপত্তার জন্য প্রায় ১০০ জন প্রাইভেট নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেসমস্ত অতিথিরা আসবে তারা যাতে নিজেদের ফোন থেকে কোনরকম ছবি তুলতে না পারে সেই জন্য তাদের সকলের ফোনের ক্যামেরায় লাগিয়ে দেওয়া হবে ব্লু-টেপ। এবং সেই হোটেলের সমস্ত কর্মীদের কাল থেকে টানা তিনদিন বাড়ি যাওয়াতে নিষেধাজ্ঞা জারি।